এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৮ জানুয়ারী : মেয়াদ উত্তীর্ণ ভিসায় বসবাসকারীদের ধরতে গিয়ে পুলিশ ও নাইজেরিয়ান নাগরিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল রাজধানী দিল্লিতে । শনিবার দুপুর আড়াইটা নাগাদ দিল্লির নেব সরাইয়ের রাজু পার্কে গিয়ে এমন ৩ নাইজেরিয়ান নাগরিককে গ্রেপ্তার করে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে । কিন্তু তাদের থানায় নিয়ে যাওয়ার পথে আফ্রিকান বংশোদ্ভূত ১০০ জনেরও বেশি নাইজেরিয়ান নাগরিকদের একটি দল পুলিশকে ঘিরে ফেলে । আর সেই শৃঙ্খলার মাঝে গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে দুজন পালিয়ে যায়। যদিও পরে পুলিশ তাদের মধ্যে বছর বাইশের যুবক ফিলিপকে গ্রেফতার করতে সক্ষম হয় ।
জানা গেছে,এই ঘটনার পরে নেব সরাই থানা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ স্কোয়াডের যৌথ দল সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ ফের রাজু পার্কে গিয়ে এক মহিলাসহ চার নাইজেরিয়ানকে আটক করে । তারই প্রতিশোধ হিসেবে আফ্রিকান বংশোদ্ভূত ১৫০ থেকে ২০০ জন নাইজেরিয়ান আবার পুলিশ দলকে ঘিরে ফেলে এবং আটকদের পালাতে সাহায্য করার চেষ্টা করে । যদিও পুলিশ কোনোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের নেব সরাই থানায় নিয়ে আসে । পুলিশ তাদের স্বদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে । এই ঘটনাকে কেন্দ্র করে হুলুস্থুল কান্ড বেধে যায় এলাকায় ।।