দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৮ জানুয়ারী : পঞ্চায়েত নির্বাচন আসন্ন । প্রচারের পাশাপাশি শাসক-বিরোধী প্রতিটি দল তাদের সাংগঠনিক দূর্বলতাকে কাটিয়ে উঠতে আসরে নেমে পড়েছে । ইতিমধ্যেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ঘোষণা করে দিয়েছে যে পঞ্চায়েত এলাকার প্রতিটি বুথ কমিটিতে ৫ জনের একটি করে দল গঠন করবে । তারা নিজের এলাকায় বাড়ি বাড়ি ঘুরে কে কি প্রকল্পের সুবিধা পায়নি তা নথিভুক্ত করবে । পিছিয়ে নেই রাজ্যের প্রধান বিরোধীদল ভারতীয় জনতা পার্টিও । বিজেপিও জানিয়ে দিয়েছে বুথ পিছু ৩০ জনের একটি করে ‘শক্তিশালী দল’ গঠনের কথা ।
শনিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের রবীন্দ্রভবনে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসেছিলেন রাজ্যে দায়িত্ব প্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি মঙ্গল পাণ্ডে ও আইটি সেলের প্রধান অমিত মালব্য । উপস্থিত ছিলেন বর্ধমান-দূর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুরিন্দরজিৎ সিং আলুওয়ালিয়াও । পূর্ব বর্ধমান জেলা ও কাটোয়া সাংগঠনিক জেলার মণ্ডল স্তর থেকে শুরু করে ব্লক স্তর পর্যন্ত সকল পদাধিকারীদের ওই বৈঠকে ডাকা হয় । কেতুগ্রাম ও মঙ্গলকোট, পূর্বস্থলী বিধানসভা এলাকা গুলিতে দলের কি পরিস্থিতি রয়েছে তা নিয়ে পর্যালোচনা করা হয় । বৈঠকের শুরুতেই বুথ কমিটি গুলির শক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন কেন্দ্রীয় নেতৃত্ব । শেষে দলীয় কর্মীদের প্রতিটি বুথ কমিটি পিছু অন্তত ৩০ জনের একটি করে শক্তশালি দল গড়ার পরামর্শ দেন কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে । যদিও সাংগঠনিক বৈঠক নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেননি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । তবে তাঁরা হাবেভাবে স্পষ্ট করে দিয়েছেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শাসকদলকে তাঁরা এক ইঞ্চি জমি ছেড়ে দিতে রাজি নন ।।