এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৬ জানুয়ারী : দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনে এএপি এবং বিজেপির সংঘর্ষের কারনে মেয়র এবং ডেপুটি মেয়র নির্বাচন না করেই নবনির্বাচিত পৌর কর্পোরেশনের (এমসিডি) প্রথম সভা স্থগিত হয়ে গেল । মেয়র নির্বাচন প্রক্রিয়ার তদারকির দায়িত্বে থাকা ভারতীয় জনতা পার্টির কাউন্সিলর সত্য শর্মা জানিয়েছেন, পরবর্তী তারিখ পরে ঘোষণা করা হবে । লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা অস্থায়ীভাবে বিজেপির সত্য শর্মাকে স্পিকার হিসেবে বেছে নিয়েছেন ।
জানা গেছে,সত্য শর্মা ১০ জন পদাধিকারীর শপথ নেওয়ার প্রক্রিয়া শুরু করতেই এএপি কাউন্সিলর এবং বিধায়করা স্লোগান দিতে শুরু করেন । তারা দাবি তোলেন নির্বাচিত প্রতিনিধিদের প্রথমে শপথ করাতে হবে । আর তা নিয়ে বিজেপি ও আপ সদস্যদের মধ্যে প্রথমে তুমুল বাকবিতণ্ডা শুরু হয় । শেষে তারই মাঝে দু’দল হাতাহাতিতে জড়িয়ে পড়ে ।
প্রসঙ্গত,দিল্লির ইস্ট প্যাটেল নগর ওয়ার্ড থেকে নির্বাচিত শেলি ওবেরয় মেয়র পদপ্রার্থী । ডেপুটি মেয়র পদে এএপি প্রার্থী চাঁদনী মহল ওয়ার্ড থেকে দ্বিতীয়বারের মতো জয়ী কাউন্সিলর মহম্মদ ইকবালকে ঠিক করা হয়েছে ।।