এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৬ জানুয়ারী : শ্রদ্ধা ওয়াকারের হত্যাকারী আফতাব পুনাওয়ালার বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ালো আদালত । শুক্রবার তাকে দিল্লির সাকেত আদালতে তোলা হলে অতিরিক্ত ৪ দিনের জন্য বিভাগীয় হেফাজতে পাঠানো হয় । নৃশংস ঘাতক আফতাবকে আগামী ১০ জানুয়ারি আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছে আদালত । এর আগে আফতাবের আইনজীবী আদালতের কাছে আবেদন জানান তাঁর মক্কেলের শীতের পোশাক ও কিছু নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে হবে । তাই তার ডেবিট এবং ক্রেডিট কার্ডগুলি যেন পুলিশকে ফেরত দেওয়ার নির্দেশ দেয় আদালত ।
প্রসঙ্গত,শ্রদ্ধা ওয়াকারের নৃশংস হত্যাকান্ড সারা দেশে নজির সৃষ্টি করেছে । নিজের লিভ-ইন পার্টনারের সঙ্গে আফতাব পুনাওয়ালা যে নৃশংসতা দেখিয়েছে তাতে শিহরিত গোটা বিশ্ব । শ্রদ্ধাকে খুনের পর মৃতদেহের ৩৫ টুকরো করে দক্ষিণ দিল্লির মেহরাউলিতে নিজের ফ্লাটের একটি রেফ্রিজারেটরের মধ্যে ভরে রেখেছিল নৃশংস ঘাতক আফতাব । ফ্রিজে শ্রদ্ধার দেহাংশগুলি রেখে প্রায় তিন সপ্তাহ ধরে একটু একটু করে শহরের বিভিন্ন এলাকার জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে এসেছিল সে । সিসিটিভি ফুটেজে ব্যাগ হাতে তাকে প্রতিদিন ভোরে ফ্লাট থেকে বের হতে দেখা গেছে । তারই সূত্র ধরে আফতাবকে গ্রেফতার করেছিল পুলিশ ।।