এইদিন ওয়েবডেস্ক,বেইজিং,০৬ জানুয়ারী : চীনে কোভিডের সংক্রমণ আরও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে । যদিও বর্তমানে চীনে সংক্রামিত মানুষের সঠিক পরিসংখ্যান পাওয়া সম্ভব হয়নি । কারন চলতি উদ্বেগজনক পরিস্থিতিকে আড়াল করতে কোভিড আক্রান্তদের পরিসংখ্যান প্রকাশ করাই বন্ধ করে দিয়েছে চীন । এদিকে একের পর এক সেলিব্রিটির মৃত্যুতে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে দেশ জুড়ে । দিন দুয়েক আগে কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ বছর বয়সী চীনা গায়িকা চু ল্যানলান (Chu Lanlan) । ল্যানলান ছিলেন বেইজিং অপেরার একজন প্রখ্যাত তরুণ পারফর্মিং শিল্পী এবং আই বেইজিং অপেরার প্রতিষ্ঠাতা ও পরিচালক । সেই সাথে বেইজিং অপেরা এবং আর্ট কলেজের শিক্ষক ছিলেন তিনি । ল্যানলান ল্যানক্সিন ট্রুপের প্রধানও ছিলেন । সোপ্রানো পিকিং অপেরার জন্য “ফেয়ারওয়েল মাই কনকিউবাইন” গান এবং নাচ তৈরি করার জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন । ২০০৮ বেইজিং অলিম্পিকের সময় পারফর্মও করেছিলেন চু ল্যানলান।
ল্যানলান ছাড়াও অভিনেতা ঝাং মু, রেন জুন,চেং জিংহুয়া, ইউ ইউহেং, জিওং ইংঝেং, হাউ মেংলান এবং ঝাও ঝিউয়ানের মতো অভিনেতারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন । অসংখ্য সিসিপি চলচ্চিত্রে মাও সেতুং-এর চরিত্রে অভিনয় করা অভিনেতা ৯২ বছর বয়সী ঝাং মু মারা গেছেন। গান চ্যাংরং নামে একজন পিকিং অপেরা পারফর্মার ৮৭ বছর বয়সে মারা গেছেন । ৬০ বর্ষীয় চিত্রনাট্যকার ইয়াং লিন গত বছর ২১ ডিসেম্বর হেনান প্রদেশে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন । এছাড়া ১০৩ বর্ষীয় রেন জুন নামে এক একজন অপেরা শিল্পীও মারা গেছেন ।
গত বছর ডিসেম্বরে চীন শূন্য-কোভিড নীতি প্রত্যাহার করার পর থেকেই দ্রুত হারে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ । বর্তমানে চীনে হাসপাতাল এবং শ্মশানগুলি উপচে পড়ছে ভিড় ।চীনের স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ভেঙে পড়ছে । বুধবার জাতিসংঘ সতর্ক করেছে যে চীন কোভিড -১৯ এ আক্রান্তদের প্রকৃত সংখ্যা গোপন করে যাচ্ছে, বিশেষত মৃত্যুর ক্ষেত্রে কোনো তথ্যই প্রকাশ করছে না শি জিংপিং সরকার । গত বছর ২১ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত চীনে শীর্ষ বিজ্ঞান ও প্রকৌশল একাডেমির ১৬ জন শীর্ষ বিজ্ঞানী মারা গেছেন। কিন্তু এই মৃত্যুর কোনটিই কোভিডের সাথে সম্পর্কিত নয় বলে দাবি করেছে চীন,যা নিয়ে সন্দেহের সৃষ্টি হচ্ছে ।।