এইদিন ওয়েবডেস্ক,তিরুবনন্তপুরম,০৬ জানুয়ারী : সিপিএম-এর মহিলা শাখা অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উইমেনস অ্যাসোসিয়েশন (AIDWA) এর হোর্ডিং-এ জায়গা পেল না ভারতের কোনো মহিলা মনিষী,স্বাধীনতা সংগ্রামী বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব । তার পরিবর্তে পাকিস্তানের নিহত নেত্রী বেনজির ভুট্টোর ছবি টাঙিয়ে প্রচার শুরু করেছে সিপিএমের মহিলা শাখা । হোর্ডিং-এর ক্যাপশনে লেখা হয়েছে,’পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং হার্ভার্ড সহ নয়টি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট প্রাপ্তি ।’ শুধু তাইই নয়,শহীদ স্কয়ারের নাম রাখা হয়েছে “বেনজির ভুট্টো স্কয়ার” । ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাদের হোর্ডিংয়ে জায়গা পাননি। এমনকি প্রয়াত প্রবীণ সিপিএম নেতা এবং রাজ্যের প্রথম কমিউনিস্ট মহিলা মন্ত্রী গৌরী আম্মারও ঠাঁই দেওয়া হয়নি হোর্ডিং-এ ।
অভিযোগ উঠছে, ভারতের কোনো মহিলা রাজনৈতিক ব্যক্তিত্বের দ্বারা অনুপ্রাণিত নয় কেরালার সিপিএমের মহিলা শাখা । বরঞ্চ তারা বেনজির ভুট্টোর দ্বারা বেশি অনুপ্রাণিত ও তাঁকেই আদর্শ বলে মনে করে । সিপিএমের এই প্রকার মানসিকতা নিয়ে দেশ জুড়ে প্রশ্ন উঠছে । বিজেপির রাজ্য মুখপাত্র সন্দীপ বাচস্পতির কথায়, যতদিন সিপিএম ক্ষমতায় থাকবে, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতে থাকবে । পাশাপাশি একটি শত্রু দেশের নেত্রীকে নিয়ে সিপিএমের এই প্রকার প্রচারের তীব্র সমালোচনা করে তিনি সিপিএমকে “বিশ্বাসঘাতক” ও “দেশের শত্রু” বলে কটাক্ষ করেছেন । তাঁর কথায়,এটা সিপিএমের সংখ্যালঘু তোষণের রাজনীতি । ভোট ব্যাঙ্কের জন্য ওরা সবকিছু করতে পারে ।’।