এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০৫ জানুয়ারী : প্রাক্তন সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া আমাকে খুন করতে চেয়েছিলেন এবং দেশে জরুরি অবস্থা জারি করতে চেয়েছিলেন,পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খান লাহোরে বেসরকারি নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন ।
এপ্রিলে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতা থেকে সরে যাওয়ার পর থেকেই ৭০ বছর বয়সী ইমরান খান কামার জাভেদ বাজওয়ার সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন । তারপর একবার তাঁকে প্রাণে মারাও চেষ্টা হয় । লাহোর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে ওয়াজিরাবাদ এলাকায় লং মার্চের সময় দুই বন্দুকধারী তাঁকে এবং অন্যদের লক্ষ্য করে গুলি চালালে ডান পায়ে বুলেটের আঘাত পেয়েছিলেন ইমরান ।
প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান অপ্রকাশিত সাক্ষাৎকারে দাবি করেছেন যে জেনারেল বাজওয়া তাঁকে মারতে চেয়েছিলেন । শুধু তাইই নয়, ইমরান খানের আরও অভিযোগ অবসরপ্রাপ্ত জেনারেল মার্কিন ষড়যন্ত্রের অংশ হিসেবে তার সরকারকে পতন করেছিলেন।
গত মাসে ইমরান খান জেনারেল বাজওয়াকে তার সরকারের বিরুদ্ধে “ডাবল গেম” খেলার জন্য অভিযুক্ত করেছিলেন এবং বলেছিলেন যে তিনি ২০১৯ সালে তৎকালীন সামরিক প্রধানের মেয়াদ বাড়িয়ে একটি “বড় ভুল” করেছিলেন । প্রসঙ্গত,৬১ বর্ষীয় জেনারেল বাজওয়া তিন বছরের অতিরিক্ত দায়িত্ব সামলানোর পর গত বছর ২৯ নভেম্বর অবসর গ্রহণ করেন ।।