দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০৫ জানুয়ারী : চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার মাঝে একটি কালভার্টের গার্ডওয়ালে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস । বাসের ধাক্কায় গার্ডওয়ালটি ভেঙে গুঁড়িয়ে যায় । তারপর বাসটি কালভার্টের উপর ঝুলতে থাকে । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ কাটোয়া-বোলপুর রাজ্য সড়কে কেতুগ্রামের বারান্দা গ্রামের কাছে এই দূর্ঘটনায় ১৮ জন বাসযাত্রী আহত হয়েছে । দূর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের বাস থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কেতুগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে । প্রাথমিক চিকিৎসার পর ১৬ জনকে ছেড়ে দেওয়া হলেও ২ জনের আঘাত গুরুতর হওয়ায় তাদের কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে । বাসটি কালভার্টে আটকে না গিয়ে নয়ানজুলিতে পড়লে আরও বড়সড় ক্ষয়ক্ষতির হওয়ার সম্ভাবনা ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ।
স্থানীয় সূত্রে জানা গেছে,এদিন সকালে কাটোয়া বাসস্ট্যাণ্ড থেকে ছেড়ে কীর্নাহারের মুখে যাচ্ছিল কাটোয়া কীর্নাহার রুটের ওই যাত্রীবোঝাই বাসটি । কিন্তু কেতুগ্রামের বারান্দা গ্রামের কাছে আসতেই বিকট শব্দে বাসের একটি চাকা ফেটে যায় । তারপরেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালভার্টের গার্ডওয়ালে গিয়ে ধাক্কা দেয় । যদিও সৌভাগ্যক্রমে বাসটি গভীর নয়ানজুলিতে না পড়ে কালভার্টের উপর ঝুলতে থাকে । ফলে যাত্রীদের প্রাণ বাঁচে ।।