এইদিন ওয়েবডেস্ক, বাঘলান(আফগানিস্তান) ,০৫ জানুয়ারী :সন্ত্রাসবাদী সংগঠন তালিবানের কবল থেকে দেশকে মুক্ত করতে সশস্ত্র আন্দোলন চালিয়ে যাচ্ছে আফগানিস্তানের স্বাধীনতাকামী সংগঠন “লিবারেশন ফ্রন্ট অফ আফগানিস্তান” । প্রায় দিনই তালিবানের সঙ্গে তাদের সংঘর্ষে জড়াতে দেখা যায় । মাঝেমধ্যে হতাহতের ঘটনাও ঘটে । এবার ১০ জন সঙ্গীসহ লিবারেশন ফ্রন্ট অফ আফগানিস্তানের কমান্ডার দাউদ খত্রীকে গ্রেফতারের দাবি করল আফগানিস্তানের বাঘলান প্রদেশের তালিবান নেতৃত্ব । বাঘলান প্রদেশের তালিবানের নিরাপত্তা কমান্ডার মৌলভি জান মোহাম্মদ হামজাহ বুধবার জানিয়েছেন, ওই ১০ জনকে বাঘলানের একটি চেকপয়েন্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে ।
তবে সূত্রের খবর,দাউদ খত্রী গ্রেফতার হওয়ার আগে তিনি তালিবানের অন্যতম বর্ষীয়ান জঙ্গি হকনওয়াজ গুজরের সাথে ফোনে কথা বলেছিলেন । গুজ্জর ধৃত স্বাধীনতা কামী যোদ্ধা এবং তার সঙ্গীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি কালো কাঁচের গাড়িতে তিনি তাদের নিরাপদ স্থানে নিয়ে যাবেন । কিন্তু শেষ পর্যন্ত তাঁদের সঙ্গে বেইমানি করেন তালিবান নেতা গুজর । আফগানিস্তানের লিবারেশন ফ্রন্ট তাদের কমান্ডারকে গ্রেপ্তারের বিষয়ে এযাবৎ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ।।