এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,০৪ ডিসেম্বর : রাজ্যের কোষাগার শুন্য । সরকারী কর্মীদের ডিএ দিতে পারছে না তৃণমূল কংগ্রেস সরকার । কিন্তু তাতে কি এসে যায় ? দলীয় কর্মীদের আবদার মেটাতে নিজের ৬০ তম জন্মদিনে ঢালাও খরচ করলেন মুর্শিদাবাদ জেলার ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর । ছিল ৬০ পাউন্টের বিশেষ কেক । যার মূল্য ৪৫ হাজার টাকা ।
প্রায় ৫ হাজার ভক্তদের জন্য ছিল ঢালাও মাংস,মিষ্টির আয়োজন । শুধু তাইই নয়,ভক্তদের মনোরঞ্জনের জন্য সন্ধ্যার দিকে বাংলাদেশের অভিনেত্রী অপু বিশ্বাস খানের নৃতগীতের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক । এই বিষয়ে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর সংবাদ মাধ্যমের কাছে বলেন,’বিশেষ দিন বলে কিছু নেই, সবই ওপরবালার ইচ্ছা । আজ আমার জন্মদিন । তাই আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব আর দলের কর্মীদের নিয়ে এই একটু আনন্দ করলাম মাত্র ।’ যদিও মিডিয়া রিপোর্ট অনুযায়ী বিধায়কের একদিনের আনন্দের বাজেট ছিল সর্বসাকুল্যে ১০ লক্ষ টাকা । যা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের বিরোধী দলগুলি ।
জানা গেছে,জন্মদিন উপলক্ষে দলের নেতাকর্মীদের আগেই নিমন্ত্রণ করেছিলেন হুমায়ুন কবীর । বিনোদনের অনুষ্ঠানের জন্য একটি মঞ্চও বাঁধা হয়েছিল । মঞ্চে ছিল রঙবেরঙের আলো । সন্ধ্যার দিকে প্রথমে বাংলাদেশের অভিনেত্রীর সামনে কেক কাটেন বিধায়ক । তারপর শুরু হয় অভিনেত্রীর নাচ গানের অনুষ্ঠান । রঙীন আলোর ঝলকানির মাঝে নেচে গেয়ে রাতভর বিধায়কের ভক্তদের মনোরঞ্জন করেন বাংলাদেশর অভিনেত্রী ।।