এইদিন ওয়েবডেস্ক,পূর্ব বর্ধমান,০৪ জানুয়ারী : বিভিন্ন দাবিতে পূর্ব বর্ধমানের একাধিক জায়গায় পথ অবরোধ করল আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগণা মহল । বুধবার সকাল থেকে ভাতারের ওড়গ্রামে বর্ধমান-সিউড়ি ২ বি জাতীয় সড়ক ও গুসকরা শহর ঢোকার মুখে বলগোনা-গুসকরা রোড অবরোধ করে রেখে দেয় সংগঠনের সদস্যরা । আন্দোলনে নেতৃত্ব দেন ভারত জাকাত মাঝি পরগণা মহলের রাজ্য কমিটির কনভেনর উপেন মাণ্ডি । অবরোধের জেরে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় । তবে অ্যাম্বুলেন্স ও অনান্য যে সমস্ত গাড়িগুলিতে রোগী নিয়ে যাওয়া হচ্ছিল সেগুলি ছেড়ে দেওয়া হয় । অবরোধে আটকে যাওয়া বাকি যানবাহনগুলিকে ভিন্ন পথে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে পুলিশ ।
এদিকে সংগঠনের পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে আগে থেকেই মজুত ছিল বিশাল পুলিশবাহিনী । উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার ডিএসপি(ডিএনটি) বীরেন্দ্র কুমার পাঠক সহ অন্যান্য আধিকারিকরা । যদিও এদিন আদিবাসীদের অবরোধ কর্মসূচিতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি । সংগঠনের পক্ষ থেকে পৃথক সাঁওতালি বোর্ড গঠনসহ ১০ দফা দাবি রাখা হয় । দাবিপূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ওই আদিবাসী সংগঠনটি ।।