এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,০৪ ডিসেম্বর : ইরানের ইরশাদ টহল বাহিনী গত বছর সেপ্টেম্বরে ২২ বছরের কুর্দি তরুনী মাহাসা আমিনিকে হেফাজতে নিয়ে পিটিয়ে মারার পর থেকে এযাবৎ ৫১৬ জন প্রতিবাদী মানুষকে মেরে ফেলেছে বলে জানিয়েছে আমেরিকা ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট (হারানা) । মঙ্গলবার সংস্থার প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে,মৃতদের মধ্যে অন্তত ৭০ জনের বয়স ১৮ বছরের কম । বিক্ষোভের সাথে জড়িত ১৯,০০০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে মাত্র ৪,৫৬৬ জনকে দোষী হিসাবে চিহ্নিত করা হয়েছে । মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার প্রতিবেদন অনুযায়ী,এই সময়ের মধ্যে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীর সংখ্যা ৬৮৭ বলে ঘোষণা করা হয়েছে ।
অন্যদিকে, নরওয়ের রাজধানী অসলোতে অবস্থিত ইরানি হিউম্যান রাইটস ওয়াচ কয়েকদিন আগে ঘোষণা করেছে যে ইরানে অন্তত ১০০ জন বিক্ষোভকারীর উপর মৃত্যুদণ্ডের খাঁড়া ঝুলছে । এদিকে এত দমনপীড়ন সত্ত্বেও এখনো বিক্ষোভে লাগাম টানতে পারেনি ইরান সরকার ।।