এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৩ ডিসেম্বর : গত বছর অক্টোবরে বিসিসিআইয়ের সভাপতির পদ থেকে ইস্তফার পর ক্রিকেটের মঞ্চ থেকে সাময়িক অন্তরালে চলে গিয়েছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি । আইপিএল ২০২৩-এর আগে ফের তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে । সংবাদ মাধ্যমের খবর,সৌরভ গাঙ্গুলিকে দিল্লি ক্যাপিটালস ক্রিকেটের পরিচালক করা হতে পারে ।
দিল্লি ক্যাপিটালস আইপিএলের প্রথম মরসুমে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল । ২০১৯ সালে নতুন নামকরণ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর এই ফ্র্যাঞ্চাইজিটি । তখন দলের পরামর্শদাতার ভূমিকায় দেখা গিয়েছিল সৌরভ গাঙ্গুলিকে । আর সেই মরশুমে দলটি দুর্দান্ত পারফরম্যান্সও করেছিল । পরের মরশুমেও দলটি ফাইনালে উঠে । কিন্তু মুম্বাইয়ের কাছে হেরে যায় ।
নতুন মরশুমের জন্য ব্রিগেডও ঠিক করে ফেলেছে দিল্লি ক্যাপিটালস । ওই দলে রয়েছেন,ঋষভ পন্ত, ডেভিড ওয়ার্নার, রিচ নারকিয়া, লুঙ্গি এনগিডি, পৃথ্বী শাহ, চেতন জাকারিয়া, খলিল আহমেদ, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রিপল প্যাটেল, সরফরাজ খান, যশ ধুল, কমলেশ নগরকোটি, প্রবীণ দুবে, ভিকি ইয়াভওয়াল, মুস্তাফিজুর রহমান। রহমান, আমান খা, মিচেল মার্শ, ফিল সল্ট, ইশান্ত শর্মা, মনীশ পান্ডে, মুকেশ কুমার এবং রিলি রুশো । এখন দেখার আইপিএল ২০২৩-এর খেতাব দিল্লি ক্যাপিটালসকে সৌরভ এনে দিতে পারেন কিনা ।।