এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,০২ জানুয়ারী : ফের ২ বন্দিকে ফাঁসিতে ঝোলালো ইরান । ইরানের কারাজের কেন্দ্রীয় কারাগারে দুই বন্দীর সাজা কার্যকর করা হয়েছে এবং মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য ১৮ বছরের এক তরুনসহ আরও চার বন্দিকে এই কারাগারের নির্জন সেলে পাঠানো হয়েছে বলে খবর । মৃত্যুদণ্ডের অপেক্ষায় থাকা ওই চারজনের মধ্যে রয়েছেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট রেজা মোজতাবি । গোনাবাদে গ্রেফতারের পর তাঁকে প্রায় এক মাস ধরে বন্দি রাখা হয়েছে । অন্যজন হল মেহেদি মোহাম্মদিফার্ডে । তার বয়স মাত্র ১৮ বছর । সারি শহরের এই তরুনকে “ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ” করার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে ।
ইরানের হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট গ্রুপের নিউজ অর্গান হারানা নিউজ এজেন্সি সোমবার জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বন্দী হল বেলুচ নাগরিক আহমেদ বাচাগচি ও লরেস্তানের বাসিন্দা আজিজবেগ হোসেইনি । গত শনিবার তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় । মাহাসা আমিনির হত্যার প্রতিবাদ আন্দোলনে সামিল হওয়া ওই দুই ব্যক্তির বিরুদ্ধে ‘মাদক’ সংক্রান্ত অভিযোগ আনা হয়েছিল । এর আগে ‘মাদক’ সংক্রান্ত অভিযোগে আরও দুজন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বলে জানা গেছে । রেডিও জামানের নিউজলেটারে বলা হয়েছে, এখন পর্যন্ত এই বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরের খবর ইরানের দেশীয় গণমাধ্যম ঘোষণা করেনি ।
নরওয়ে ভিত্তিক ইরান মানবাধিকার সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে, ২০২২ সালের প্রথম ৬ মাসে ইরানের কারাগারে ২৫১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল । তার মধ্যে গত সপ্তাহের ১২ জন নিয়ে ডিসেম্বর মাসে ৭৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে । রেকর্ডকৃত মৃত্যুদণ্ডের এই সংখ্যাটি গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে ।।