এইদিন ওয়েবডেস্ক,লন্ডন,০২ জানুয়ারী : গত বছরে ইংলিশ চ্যানেল অতিক্রম করে ৪৫,০০০ অনুপ্রবেশকারী ব্রিটেনে ঢুকেছে বলে জানালো ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক । তার মধ্যে ৯০ জন শরণার্থী ক্রিসমাসের দিনে ফ্রান্স থেকে নৌকায় করে ইংলিশ চ্যানেল অতিক্রম যুক্তরাজ্যে এসেছে । ইতিপূর্বে ব্রিটিশ কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করেছিল ২০২২ সালে ৬০,০০০ শরণার্থী সমুদ্রপথ দিয়ে যুক্তরাজ্যে অনুপ্রবেশ করতে পারে । এদিকে বিপুল সংখ্যক শরণার্থী ঢুকতে থাকায় নড়েচড়ে বসেছে ব্রিটিশ সরকার । সরকারিভাবে ঘোষণা করা হয়েছে অনুপ্রবেশ আটকাতে তারা একটি আইন পাশ করবে এবং আর কোনো শরণার্থীকে আশ্রয় দেওয়া হবে না।
প্রসঙ্গত, ইংলিশ চ্যানেল পার হওয়া আশ্রয়প্রার্থীদের ওপর নিষেধাজ্ঞা বাড়াতে মাস দুয়েক আগে ফ্রান্সের সঙ্গে একটি চুক্তি করেছিল ব্রিটেন । তা সত্ত্বেও শরণার্থীদের আগমন বন্ধ হয়নি । এদিকে অবৈধ ভাবে সমুদ্রপথ দিয়ে নৌকায় আসতে গিয়ে প্রায়ই দূর্ঘটনা ঘটছে । ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ইংলিশ চ্যানেল চ্যানেল পার হওয়ার সময় নৌকাডুবিতে বেঘোরে প্রাণ যায় ৪ আশ্রয়প্রার্থীর । মৃতরা সকলেই আফগানিস্তান ও সেনেগালের নাগরিক বলে মনে করা হচ্ছে ।।