এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া,২৫ ফেব্রুয়ারী : কাটোয়া রেলস্টেশনের আশেপাশে বেশ কয়েকটি পাড়ার বাসিন্দারা কাটোয়া-আজিমগঞ্জ শাখার রেললাইন পারাপার করে চলাচল করেন । সম্প্রতি কাটোয়া স্টেশনে ওই রেললাইনের পাশে নিকাশি নালাটি গ্রিল দিয়ে ঘেরার কাজ শুরু করেছে রেলদপ্তর । ফলে চলাচলের রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে বলে অভিযোগ । ভবিষ্যতে রাস্তাটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে এই আশঙ্কায় বৃহস্পতিবার রেলের ঠিকাদার সংস্থার কর্মীদের ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা । বিক্ষোভের জেরে কাজ বন্ধ হয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেলপুলিশ । শেষে রেল পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাটোয়া রেলস্টেশনের আশেপাশে রয়েছে মাঠপাড়া, কেশিয়া, দরগাতলা, কুলতলাসহ বেশ কয়েকটি পাড়া । ওই সমস্ত পাড়ার বাসিন্দারা কাটোয়া-আজিমগঞ্জ শাখার রেলপথের ওপর দিয়ে চলাচল করেন । এদিন রেলের ঠিকাদার সংস্থার লোকজন ওই রেলপথের পাশে নিকাশি নালা গ্রিল দিয়ে ঘেরার কাজ শুরু করতেই ওই সমস্ত পাড়ার লোকজন জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন । ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । শেষে রেলপুলিশ এসে তাদের বোঝালে শান্ত হন বিক্ষোভকারীরা ।
স্থানীয় বাসিন্দা মিন্টু হাজরা,লাল শেখরা বলেন, ‘আমরা প্রথম থেকেই এই পথ দিয়ে যাতায়ত করছি । আমাদের এলাকায় একাধিক স্কুল ও মাদ্রাসা রয়েছে। এখন ওই রাস্তা বন্ধ হয়ে গেলে ছোট ছোট পড়ুয়ারা সমস্যায় পড়ে যাবে । তাদের দুই কিলোমিটার ঘুরপথে আসতে হবে । তাই আমরা চাই রাস্তাটা যেন বন্ধ করে না দেওয়া হয় ।’।