এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০১ জানুয়ারী ২০২৩ : কোভিড -১৯ এর নতুন ঢেউ মহামারীর রূপ ধারন করেছে চীনে । পাশাপাশি বেশ কয়েকটি দেশে দ্রুত হারে বাড়ছে করোনা । এই দেখে বেশ কয়েকটি দেশ থেকে আগত বিমান যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করেছে নয়াদিল্লি । এবার থেকে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, থাইল্যান্ড এবং সিঙ্গাপুর থেকে আগত যাত্রীরা ভারতে এলে বিমানবন্দরেই তাদের আরটিপিসিআর পরীক্ষার মুখোমুখি হতে হবে ।
ওই সমস্ত নাগরিকদের উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ বলেছে ভারতে ভ্রমণের আগে ‘এয়ার সুবিধা’ পোর্টালে একটি কোভিড নেতিবাচক প্রতিবেদন জমা দেওয়া বাধ্যতামূলক । সমস্ত এয়ারলাইনগুলিকে স্বাস্থ্য নির্দেশ দিয়েছে ওই সমস্ত দেশের নাগরিকরা কোভিড নেগেটিভ পরীক্ষার রিপোর্ট এয়ার সুবিধা পোর্টালের মাধ্যমে একটি স্ব-ঘোষণা আবেদন জমা দেওয়ার পরেই যেন চেক-ইন করা হয় । যাত্রা শুরুর ৭২ ঘণ্টার মধ্যে করা আরটিপিসিআর পরীক্ষার রিপোর্টই বৈধ হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক । তবে শুধু ভারতই নয়,কোভিড -১৯ বিশ্বব্যাপী বৃদ্ধি অব্যাহত থাকায় যুক্তরাজ্য, ফ্রান্স এবং স্পেনের সরকারগুলিও চীন থেকে আগতদের জন্য আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট বাধ্যতামূলক করেছে ।।