এইদিন ওয়েবডেস্ক,অবন্তিপোরা,৩১ ডিসেম্বর : সন্ত্রাসবাদীদের মদতদাতা দক্ষিণ কাশ্মীরের আবন্তিপোরার বাসিন্দা দুই ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করল জম্মু-কাশ্মীর পুলিশ । ওই দুই ব্যক্তি হল মোহাম্মদ শফি লোনের ছেলে জাহাঙ্গীর আহমেদ লোন এবং উমর শফি লোন । শনিবার পুলিশ জানিয়েছে,চলতি বছরের ৩০ মে ওই দু’জনের বাড়িতে জঙ্গিদের উপস্থিতির বিষয়ে একটি নির্ভরযোগ্য সূত্র থেকে খবর আসে । তারপর সেনাবাহিনী ও সিআরপিএফ-এর যৌথ অভিযান চালায় । কিন্তু লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীরা যৌথবাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে । তারপর একটি বাড়িতে তারা জোর করে ঢুকে আশ্রয় নেয় । কিন্তু সেনাবাহিনী বাড়িটি ঘিরে ফেলে দুই সন্ত্রাসবাদীর পালাবার রাস্তা বন্ধ করে দেয় ।
পুলিশ আরও জানিয়েছে,প্রথমে ওই বাড়ির লোকজনদের নিরাপদে বের করে আনা হয় । তারপর দুই সন্ত্রাসবাদীকে আত্মসমর্পণের জন্য বলা হয় । কিন্তু তারা আত্মসমর্পণ না করে গোলাগুলি চালাতে শুরু করে । পালটা গুলিতে খতম হয় শহিদ আহমেদ রাথার এবং উমের ইউসুফ সেহ নামে দুই সন্ত্রাসবাদী । প্রথমজন লুরো জাগিরের বাসিন্দা এবং সন্ত্রাসবাদী সংগঠন জেএম-এর সাথে যুক্ত ছিল । দ্বিতীয়জনের বাড়ি শোপিয়ানের তুকরু কিগাম এবং সে জঙ্গি সংগঠন এলইটি-র কমান্ডার ছিল ।
পুলিশ জানিয়েছে,অবন্তিপোরা থানায় সুনির্দিষ্ট ধারায় মামলা রজু করে ঘটনার তদন্তে নেমে জানা যায় অবন্তিপোরার চেক রাজপোরা এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আহমেদ লোন এবং উমর শফি লোন ওই দুই সন্ত্রাসবাদীকে নিজেদের বেকারির দোকান ও বাড়িতে আশ্রয় দিয়েছিল এবং রসদ জুগিয়েছিল । এমনকি এলাকায় তাদের সন্ত্রাসবাদী কর্মকান্ড চালানোর জন্য সহযোগিতাও করেছিল ওই দুই ভাই । এরপর আহমেদ লোন এবং উমর শফি লোনকে ৩০ মে গ্রেফতার করা হয় । জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধের কথা কবুলও করে । অবন্তিপোরার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাদের বয়ানওরেকর্ড করা হয়েছিল । তারপর যথাযথ আইন মেনে অভিযুক্তের বাড়ি ও বেকারির দোকান বাজেয়াপ্ত করা হয়েছে ।
পাশাপাশি পুলিশ জানিয়েছে,জনগণকে অনুরোধ করা হয়েছে তারা যেন বাড়িতে সন্ত্রাসবাদীদের আশ্রয় না দেয় বা কোনো প্রকার সহযোগিতা না করে । অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে । প্রসঙ্গত, ইতিপূর্বে পুলওয়ামা, কুলগাম, বুদগাম এবং শ্রীনগর জেলা মিলে নিষিদ্ধ জামাত-ই- ইসলামির ১২২.৮৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল জম্মু ও কাশ্মীর পুলিশের বিশেষ তদন্তকারী সংস্থা (SIA) । তার মধ্যে ছিল মৃত কট্টরপন্থী নেতা সৈয়দ আলী গিলানির নামে একটি বাড়িও ।।