এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,৩১ ডিসেম্বর : চলতি বছরের উপত্যকায় ১৮৬ জন সন্ত্রাসবাদী খতম হয়েছে । তার মধ্যে পাকিস্থানি সন্ত্রাসবাদী ছিল ৫৬ জন । গ্রেফতার করা হয়েছে ১৫৯ জন সন্ত্রাসবাদীকে । শনিবার এই তথ্য দিয়ে জম্মু ও কাশ্মীর পুলিশের মহাপরিচালক দিলবাগ সিং জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলির মধ্যে এবছরে সবচেয়ে সফল অপারেশন । তিনি আরও জানান, উপত্যকায় ‘জিরো টেরোরিজম’ -এর লক্ষ্য অর্জনের জন্য নিরাপত্তাবাহিনী কাজ করে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন ।
বছরের শেষ দিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলবাগ সিং বলেন,’চলতি বছরে জম্মু ও কাশ্মীর থেকে সন্ত্রাসবাদী সংগঠনগুলিতে যোগ দিয়েছে ১০০ জন যুবক । সাম্প্রতিক বছরগুলোতে এটি সর্বনিম্ন । সক্রিয় সন্ত্রাসীদের সংখ্যা দুই অঙ্কে নামিয়ে আনতে নিরাপত্তা বাহিনী নিরন্তর কাজ করছে ।’
তিনি আরও বলেছেন,’চলতি বছরে পাকিস্থানি সন্ত্রাসবাদীদের ১৪৬ টি ইউনিট সক্রিয় ছিল । প্রতি ইউনিটে ছিল ৪ থেকে ৫ জন সন্ত্রাসবাদী । তাদেরকে উপত্যকায় গ্রেনেড এবং আইইডি হামলা চালানোর জন্য নিযুক্ত করা হয়েছিল ।’।