এইদিন ওয়েবডেস্ক,ভ্যাটিকান সিটি,৩১ ডিসেম্বর : খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রাক্তন ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্টের জীবনাবসান হল । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর । দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন । শনিবার ভ্যাটিকানে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।
প্রায় এক দশক আগে পদত্যাগ করেছিলেন পোপ ষোড়শ বেনেডিক্ট । ২০১৩ সালে পদত্যাগের আগে পর্যন্ত তিনি প্রায় আট বছর ক্যাথলিক চার্চের নেতৃত্ব দিয়েছিলেন । ১৪১৫ সালে পোপ গ্রেগরি দ্বাদশের পর বেনেডিক্টই ছিলেন পদত্যাগকারী প্রথম পোপ।বেনেডিক্ট তার শেষ বছরগুলো ভ্যাটিকানের ম্যাটার ইক্লেসিয়া মঠে কাটিয়েছেন । শনিবার এক বিবৃতিতে ভ্যাটিকানের মুখপাত্র বলেছেন, দুঃখের সাথে আমি আপনাদের জানাচ্ছি যে পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্ট আজ ৯টা ৩৪ মিনিটে ম্যাটার ইক্লেসিয়া মঠে মারা গেছেন । শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে ।’
জার্মানিতে জন্মগ্রহণ করেন রেৎজিঙ্গার বেনেডিক্ট । ২০০৫ সালে বিশ্বের সবচেয়ে বয়স্ক পোপ নির্বাচিত হন তিনি । তখন তাঁর বয়স ছিল ৭৮ বছর । তবে তাঁর মেয়াদ কালে ১৯৭৭ থেকে ১৯৮২ সালের মাঝে মিউনিখের আর্চবিশপ থাকাকালীন ক্যাথলিক গির্জার যাজকদের দ্বারা একের পর এক শিশু যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে । চলতি বছরের শুরুর দিকে শিশুদের নিপীড়নের শিকার হওয়ার ঘটনাগুলো মোকাবিলায় ভুল করেছিলেন বলে স্বীকার করেছিলেন পোপ বেনেডিক্ট ।।