এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,৩১ ডিসেম্বর : নতুন বছরে বাজেট অধিবেশনের আগে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে । আগামী বছর ১৪ জানুয়ারী মকর সংক্রান্তি এবং বাজেট অধিবেশনের শুরুর মধ্যে প্রধানমন্ত্রী মোদী তার মন্ত্রিসভা সম্প্রসারণ করতে পারেন বলে মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে । সেক্ষেত্রে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ের কিছু সাংসদ নরেন্দ্র মোদীর ক্যাবিনেট জায়গা পেতে চলেছে বলে মনে করা হচ্ছে । পারফরম্যান্সের বিচারে কিছু মন্ত্রীকে অব্যাহতিও দেওয়া হতে পারে বলে খবর । প্রসঙ্গত,মোদী ২ মন্ত্রিসভায় শেষ রদবদল হয়েছিল ২০২১ সালের ৭ জুলাই । সেই সময় ১২ জন মন্ত্রীকে বাদ দেওয়া হয়েছিল ।
এদিকে আগামী বছর ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, তেলেঙ্গানা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়,রাজস্থান এবং জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল সহ নয়টি রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা । তারপরেই অনুষ্ঠিত হবে ২০২৪ সালের লোকসভা নির্বাচন । আর তার আগে নিজেদের গুছিয়ে নিতে চাইছে বিজেপি । এদিকে আগামী ২০ জানুয়ারী দলের জাতীয় প্রধান জেপি নাড্ডার (জেপি নাড্ডা) মেয়াদও শেষ হচ্ছে । এখন তাঁকেই ফের দায়িত্ব দেওয়া হবে নাকি নতুন কোনো মুখ নিয়ে আসা হবে তা স্পষ্ট নয় ।।