এইদিন ওয়েবডেস্ক,নভসারি(গুজরাট),৩১ ডিসেম্বর : গুজরাটের নভসারি (Navsari) জেলায় একটি ভয়াবহ পথ দূর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে অন্তত ১৫ জন । জানা গেছে,শনিবার ভোর রাতে একটি স্পোর্টস ইউটিলিটি গাড়ির (এসইউভি) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি বিলাসবহুল ট্যুরিস্ট বাসের । বাসটি ভালসাদ মুখে যাচ্ছিল । কিন্তু জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় ভেসমা গ্রামের কাছে বিপরীতমুখী এসইউভি গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ব্যাপক হতাহতের ঘটনাটি ঘটে । নভসারির পুলিশ সুপার (এসপি) রুশিকেশ উপাধ্যায় জানিয়েছেন, এসইউভিতে থাকা নয়জনের মধ্যে আটজন এবং বাস চালক ঘটনাস্থলেই মারা গেছেন ।
জানা গেছে, এসইউভির যাত্রীরা গুজরাটের অঙ্কলেশ্বরের বাসিন্দা । এদিন ভোরে তাঁরা ভালসাদ থেকে বাড়ি ফিরছিলেন । অন্যদিকে বাসের যাত্রীরা ভালসাদ এলাকার বাসিন্দা । পিএমও থেকে একটি টুইটে এই ঘটনায় শোক প্রকাশ করে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তার কথা ঘোষণা করে বলা হয়েছে, নভসারিতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় ব্যথিত। আমার ভাবনা শোকাহত পরিবারের সাথে আছে । আশা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন । প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে ।’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই দূর্ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন,’নভসারিতে দুর্ঘটনার খবর শুনে মন ভেঙে গেল। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা। ঈশ্বর তাদের কষ্ট সহ্য করার শক্তি দিন। পাশাপাশি তিনি লিখেছেন, স্থানীয় প্রশাসন আহতদের চিকিৎসার সব ব্যবস্থা করেছে ।।