এইদিন ওয়েবডেস্ক,তিরুবনন্তপুরম,৩১ ডিসেম্বর : নিষিদ্ধ জঙ্গি সংগঠনের মার্শাল আর্ট এবং খুন স্কোয়াডের সদস্য এবং প্রশিক্ষক কেরালা হাইকোর্টের এক আইনজীবীকে গ্রেপ্তার করল ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি (এনআইএ) । ধৃতের নাম মহম্মদ মোবারক । তার বাড়ি এর্নাকুলাম জেলার এদাভানাক্কাদে । এনআইএ একটি বিবৃতি দিয়ে জানিয়েছে শুক্রবার (৩০ ডিসেম্বর ২০২২) তাঁকে গ্রেফতার করা হয়েছে । ওই সংগঠনের অধীনে তিনি মার্শাল আর্ট এবং হিট স্কোয়াডের সদস্য এবং প্রশিক্ষক হিসাবে যুক্ত ছিলেন । একটি বিশেষ এনআইএ আদালত তাঁকে ১৩ জানুয়ারী পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে । নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত থাকার অভিযোগে কেরালা থেকে এনআইএ কর্তৃক এনিয়ে গ্রেপ্তার হওয়া চৌদ্দতম ব্যক্তি হলেন ওই আইনজীবী । এর আগে গত ২৮ অক্টোবর ওই সংগঠনের কেরালার সাধারণ সম্পাদক সিএ রউফকে পালাক্কাদের পাটাম্বিতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে এনআইএ ।
চলতি বছরের মাঝামাঝি বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭ (ইউএপিএ) এর ধারা ৩ এর অধীনে ওই জঙ্গি সংগঠনটিসহ তার শাখা সংগঠনগুলিকে ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । তারপর থেকে সংগঠনের বিভিন্ন ঠেকে লাগাতার অভিযান চালাচ্ছে এনআইএ । সংগঠনের নেতাদের সাথে যুক্ত ৫৬ টি জায়গায় শুক্রবার অভিযান চালানোর গ্রেফতার করা হয় আইনজীবী মহম্মদ মোবারককে ।
এনআইএ জানিয়েছে,মুহাম্মদ মোবারক ২০১৮ সালে ওই সংগঠনের সাথে যুক্ত হয়েছিলেন এবং সংগঠনের পক্ষে হাইকোর্টে প্রায় ৩০ টি মামলায় হাজির হয়েছিলেন । তার ফেসবুকে প্রোফাইল অনুযায়ী তার স্ত্রীও একজন আইনজীবী । এনআইএ-এর মতে, মুহাম্মদ মুবারক সংগঠনের খুন স্কোয়াডের অংশ ছিলেন এবং স্কোয়াডের অন্যান্য সদস্যদের তিনি মার্শাল আর্টের প্রশিক্ষণ দিচ্ছিলেন ।এনআইএ তার বাড়ি থেকে কুড়াল, তলোয়ার এবং কাস্তেলের মতো অস্ত্রও উদ্ধার করেছে বলে খবর ।
সম্প্রতি ওই স্কোয়াদের সদস্যরা কেরালায় অ্যাডভোকেট রঞ্জিত শ্রীনিবাসনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছিল । এনআইএ একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে,তদন্তে জানা গেছে যে বিভিন্ন রাজ্য ও জেলায় নেতা এবং অন্যান্য সম্প্রদায়ের সদস্যদের টার্গেট করার জন্যই মূলত হিট স্কোয়াড তৈরি ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল ওই সংগঠনটি ।।