নিজস্ব প্রতিনিধি,কালনা,২৪ ফেব্রুয়ারী : কালনার সাতগাছিয়া পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ তুললেন এক গৃহবধু । বুধবার মীনা বিশ্বাস নামে ওই মহিলা পঞ্চায়েত প্রধানসহ চারজনের বিরুদ্ধে কালনা থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে । যদিও এই ঘটনা বিজেপির চক্রান্ত বলে দাবি করেছেন সাতগাছিয়া পঞ্চায়েতের প্রধান তাপস সরকার ।
কালনার বন্দেবাজ মালোপাড়ার বাসিন্দা মীনা বিশ্বাস এদিন কালনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগ, সরকারী আবাস যোজনার ঘর এসেছে শুনে গ্রামের পঞ্চায়েত সদস্যের কথামতো এদিন তিনি সাতগাছিয়া পঞ্চায়েতে গিয়েছিলেন । কিন্তু পঞ্চায়েত প্রধান ও এক সদস্য তা জানান তাঁকে ঘর দেওয়া হবে না । তিনি প্রতিবাদ করলে প্রধান তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন । তারপর প্রধান তাঁর শ্লীলতাহানীর চেষ্টা করেন বলে অভিযোগ ওই মহিলার ।
মীনা বিশ্বাস বলেন,‘আমার ছেলে ফোনে সেই ঘটনার ভিডিও করতেই ওরা ছেলের মোবাইল কেড়ে নেয় । প্রাণে মেরে ফেলার হুমকি দেয় । সমগ্র ঘটনার কথা লিখিতভাবে থানায় জানিয়েছি।’
এই বিষয়ে বিজেপি নেতা সুভাষ পাল বলেন,‘ওই মহিলার উপর এই ধরনের অত্যাচার অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আসলে কাটমানির টাকা না পেলে তৃণমূল নেতারা কাউকে ঘর দেবে না ।’
এদিকে মহিলার তোলা অভিযোগকে বিজেপির চক্রান্ত বলে দাবি করেছেন পঞ্চায়েত প্রধান তাপস সরকার । তিনি বলেন,‘সবটাই বিজেপির চক্রান্ত।সাজানো ও পরিকল্পিত ঘটনা।আমিও থানায় অভিযোগ জানাবো।’