এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩০ ডিসেম্বর : শুক্রবার রাজ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সেমি বুলেট ট্রেন বন্দেভারত । ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ফ্ল্যাগ অফ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও । কিন্তু তিনি স্টেশনে দাঁড়িয়ে থাকা বন্দেভারত ট্রেনের সামনে দাঁড়াতেই দর্শক আসন থেকে উঠল ‘জয় শ্রীরাম’ শ্লোগান । পাশাপাশি বিজেপি নেতাদের নামেও শ্লোগান তোলা হয় । আর তা শুনে তেলেবেগুনে জ্বলে উঠলেন মুখ্যমন্ত্রী । তিনি এতটাই ক্ষুব্ধ হন যে রেলস্টেশনে তৈরি মঞ্চে না উঠে মঞ্চের পাশে থাকা একটি চেয়ারে বসে পড়েন । সেখান থেকেই তিনি বন্দেভারতকে ফ্ল্যাগ অফ করলে । তখন মঞ্চে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, শুভেন্দু অধিকারী,জন বার্লা ও নিশীথ প্রামাণিকরা । তাঁদের মধ্য থেকে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবরা মুখ্যমন্ত্রীকে মঞ্চে বসার জন্য বারবার অনুরোধ করে । কিন্তু ক্ষুব্ধ মমতাকে তাঁরা কিছুতেই রাজি করাতে পারেননি । মুখ্যমন্ত্রী এদিনের পুরো বিষয়টি রাজ্যপালকে জানিয়েছেন বলে জানা গেছে ।
রেলদপ্তর সূত্রে জানা গেছে,সেমি বুলেট ট্রেন বন্দেভারতের প্রতি কোচে রয়েছে ওয়াইফাই ও জিপিএস সুবিধা এবং জীবানু রোহিত ইন্টেলিজেন্ট এয়ার কন্ডিশনিং সিস্টেম । বিমান যাত্রার অনুভূতি যুক্ত কোচগুলিতে অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে । সব কোচে রয়েছে ফায়ার ডিটেকশন ও সাপ্রেশন সিস্টেম । শারিরীকভাবে অক্ষম যাত্রীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা যুক্ত বায়ো ভ্যাকুয়াম শৌচালয় । হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ৫৬১ কিমি দূরত্ব সাড়ে ৭ ঘন্টায় অতিক্রম করবে সেমি বুলেট ট্রেন বন্দেভারত । এদিন বন্দেভারতের পাশাপাশি জোকা থেকে তারাতলা মেট্রো ট্রেন সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী ।।