এইদিন ওয়েবডেস্ক,লাদাখ,২৯ ডিসেম্বর : ভারতের সীমান্তবর্তী পার্বত্য এলাকায় মোতায়েন চীনা সেনার মধ্যে দ্রুত ছড়াচ্ছে করোনা ভাইরাস । পাঞ্চজন্যের প্রতিবেদন অনুযায়ী,পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) সামনে অরুণাচল প্রদেশ থেকে সিকিম পর্যন্ত মোতায়েন চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) করোনা আক্রান্ত সৈন্যদের হাসপাতালে ভর্তি করার জন্য ১৫৬ টি হেলিকপ্টার পাঠানো হচ্ছে ।
করোনার পাশাপাশি প্রতিকুল প্রাকৃতিক পরিবেশের কারনে আরও বেহাল অবস্থা হয়ে গেছে পিএলএ- এর জওয়ানদের । লাদাখে তাপমাত্রা মাইনাস ১২ তে পৌঁছেছে । উঁচু পাহাড়ি এলাকায় তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে । বাতাসে অক্সিজেনের পরিমান কমে যাওয়ায় চীনা সেনারা যখন তখন অজ্ঞান হয়ে পড়ছে । সেনাদের এই করুন অবস্থার কারনে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা প্রায় ১০ হাজার সৈন্য প্রত্যাহার করে নিয়েছে ড্রাগন । এছাড়া পূর্ব লাদাখে প্রচণ্ড ঠান্ডার কারণে ভারতীয় সীমান্তের 200 কিলোমিটার ব্যাসার্ধ থেকে সেনা সরিয়ে নিয়েছে চীন । ফলে পূর্ব লাদাখে ভারতীয় সীমান্তের কাছে যে জায়গায় চীনা সৈন্যরা প্রশিক্ষণ নিত সেই এলাকাটি এখন খালি অবস্থায় রয়েছে ।।