এইদিন ওয়েবডেস্ক,কেরালা,২৯ ডিসেম্বর : কেরালায় নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (পিএফআই) ৫৬ ঠিকানায় হানা দিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) । পিএফআই এবং এর সহযোগী সংস্থা ও সংগঠনগুলি বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন ১৯৬৭ এর অধীনে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু নেতা এখনও সক্রিয়ভাবে পিএফআই-এর কাজকর্ম চালিয়ে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।
সরকারী সূত্রের খবর,বুধবার রাতে এর্নাকুলাম, তিরুবনন্তপুরম, কোল্লাম, পাঠানতিট্টা, পালাক্কাদ, আলাপ্পুঝা এবং মালাপ্পুরম জেলা জুড়ে ৫৬ টি জায়গায় হানা দেয় এনআইএ । এনআইএ জানতে পেরেছে,নিষেধাজ্ঞার পরেও বেশ কয়েকজন পিএফআই নেতা এর্নাকুলাম, আলাপুজা, মালাপ্পুরম এবং তিরুবনন্তপুরমের বিভিন্ন জায়গায় গোপন বৈঠক করেছিল । এছাড়া অর্থ পাচারের সন্ধান করতে এনআইএ কিছু সন্দেহভাজন ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণও সংগ্রহ করছে বলে জানা গেছে ।।