এইদিন ওয়েবডেস্ক,ফিলিপাইন,২৯ ডিসেম্বর : ক্রিসমাস সপ্তাহান্তে ফিলিপাইনে প্রবল বৃষ্টি ও বন্যার মধ্যে অন্তত ২৯ জন নিহত এবং কয়েক ডজন নিখোঁজ হয়েছে । বেশির ভাগ মৃত্যুই হয়েছে জলে ডুবে । আর নিখোঁজদের মধ্যে এমন অনেক জেলে রয়েছে যাদের নৌকা সমুদ্রে ডুবে গিয়েছিল । নয়টি প্রদেশ জুড়ে উদ্ধারকারী দল নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করছে । পূর্ব, মধ্য এবং দক্ষিণ ফিলিপাইনের কিছু অংশে প্রায় ১০০,০০০ মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ।
বন্যায় হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি রাস্তা ও সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে ।
কিছু এলাকা বিদ্যুৎ ও পানীয় জলহীন অবস্থায় রয়েছে । আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী দিনে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ফের ভারী বৃষ্টিপাত হতে পারে ।।