এইদিন ওয়েবডেস্ক, নানগারহার,২৮ ডিসেম্বর : যে কোনো মুসলিমের কাছে হজে যাওয়া একটা স্বপ্ন । হজ করে আসা ব্যক্তিদের আলাদা সম্মান আছে মুসলিম সমাজে । কিন্তু সাইকেলে চড়ে হজে যাওয়ার পথে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি আফগানিস্তানের নানগারহার প্রদেশের কামেহ জেলার বাসিন্দা পঞ্চাশোর্ধ রাজ মোহাম্মদ । আজ বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন,’কাবুল থেকে ইরাকের আগে পর্যন্ত সব ঠিকঠাক চলছিল । কিছুটা পথ যাওয়ার পর রাত্রে কোথাও না কোথাও বিশ্রাম করতে হত । আমি হজে যাচ্ছি শুনে ধর্মপ্রাণ মুসলিমরা আমায় খুব খাতিরযত্ন করতেন । সেই কারনে থাকা খাওয়া নিয়ে আমায় কখনো চিন্তা করতে হয়নি ।’
একটা দীর্ঘশ্বাস ফেলে রাজ মোহাম্মদ বলেন,’কিন্তু ইরাকের সীমানায় ঢুকতেই আমাকে তিক্ত অভিজ্ঞতার সামনাসামনি হতে হয় । সৌদি আরবে যাওয়ার পথে ইরাকি সামরিক বাহিনী আমায় আটকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করে । আমি হজে যাচ্ছি শুনেও রেহাই দেয়নি ওরা । রুল আর বন্দুকের বাঁট দিয়ে ব্যাপক মারধর করে । তারপর আমাকে জেলে ভরে দেয় । যদিও দিন কয়েক পরে ওরা আমায় ছেড়ে দেয়,কিন্তু যেকটা দিন জেলে ছিলাম পুলিশ আমার উপর রীতিমতো নির্যাতন চালিয়েছে ।’
তালিবানদের সমালোচনা করে তিনি বলেছেন যে তার মুক্তির জন্য তালিবানরা সময়মতো কাজ করেনি । উল্লেখ্য, রাজ মোহাম্মদ ৮ মাস আগে সাইকেলে হজের উদ্দেশ্যে কাবুল ত্যাগ করেন । শেষ পর্যন্ত তিনি মক্কায় পৌঁছতে সক্ষম হন ।।