এইদিন ওয়েবডেস্ক,কোরবা (ছত্তিশগড়),২৭ ডিসেম্বর : বাসে যাতায়তের সূত্রে ওই বাসের কন্ডাক্টরের সাথে পরিচয় হয় বছর কুড়ির তরুনীর । ক্রমে দু’জনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে । দিন কয়েক আগে ভিন রাজ্যে ভাড়া খাটতে চলে যায় বাসটি । তারপর কয়েকদিন কথা হলেও পরে কন্ডাক্টর বন্ধুর ফোন আর রিসিভ করছিলেন না ওই তরুনী । সেই আক্রোশে তরুনীর বুকে ৫১ বার স্ক্রু ড্রাইভার গেঁথে খুন করল তাঁর বন্ধু । শনিবার এই নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কোরবা জেলার সাউথ ইস্টার্ন কোল ফিল্ড লিমিটেডের (এসইসিএল) পাম্প হাউস কলোনিতে । জানা গেছে,নিহত তরুনীর নাম নীলকুসুম । অন্যদিকে ঘটনার পর থেকেই ফেরার ঘাতক শাহবাজ ।
পুলিশ জানিয়েছে,ছত্তিশগড়ের যশপুর জেলায় বাড়ি অভিযুক্ত শাহবাজের । সে কোরবাতে একটি যাত্রীবাহী বাসে কন্ডাক্টরি করতো । বছর তিনেক আগে ওই বাসে চড়েই যাতায়াত করতেন নীলকুসুম । সেই সূত্রে শাহবাজের সাথে তাঁর পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে । সম্প্রতি ভাড়া পেয়ে গুজরাটের আহমেদাবাদে গিয়েছিল বাসটি । তারপর দু’জনের মধ্যে ফোনে যোগাযোগ ছিল । দিন কয়েক ধরে
শাহবাজের ফোন আর রিসিভ করছিলেন না নীলকুসুম ।
তদন্তে পুলিশ জানতে পেরেছে,গত শনিবার বাড়িতে একাই ছিলেন তরুনী । সেই সময় তাঁর সঙ্গে দেখা করতে আসে শাহবাজ । উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং শেষ পর্যন্ত নীলকুসুমের মুখ বেঁধে হাতে থাকা একটি স্ক্রু ড্রাইভার তাঁর বুকে উপর্যুপরি ৫১ বার গেঁথে দেয় শাহবাজ । নিহতের ভাই সোমবার বাড়িতে এসে দিদিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন । পুলিশ জানিয়েছে,ঘাতক শাহবাজের বিরুদ্ধে একটি খুনের মামলা দায়ের করা হয়েছে । বর্তমানে সে পলাতক ।
তাকে ধরতে চারটি দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কোরবার পুলিশ সুপার ।।