এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২৭ ডিসেম্বর : সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলায় চাল,গম, চিনি ও পেঁয়াজসহ ৭ নিত্যপণ্য আমদানিতে ভারতের কাছে বার্ষিক কোটা সুবিধা চেয়েছে বাংলাদেশ । মঙ্গলবার ঢাকায় নিজের সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি । তিনি বলেন,’চাল, গম, চিনি, পেঁয়াজ, রসুন, আদা ও ডালের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী আমদানিতে বার্ষিক কোটা সুবিধার জন্য ভারতের কাছে অনুরোধ করা হয়েছে । আমাদের পক্ষ থেকে ৭ টি পণ্য আমদানিতে নির্দিষ্ট পরিমাণের কোটার কথা তুলে ধরা হয়েছে ভারতের কাছে ।’ তিনি জানান,এই বিষয়ে ভারত ইতিবাচক সাড়াও দিয়েছে ।দেড় দুই মাসের মধ্যে বিষয়টি চূড়ান্ত করা হবে বলে নয়াদিল্লি আশ্বাস দিয়েছে । পাশাপাশি ভারত থেকে আমদানি করা পাটজাত সামগ্রীর উপর অ্যান্টি ডাম্পিং ডিউটি তুলে দেওয়া এবং দু’দেশের নিজস্ব মুদ্রায় আমদানি-রপ্তানির বিষয়ে ভারতের কাছে অনুরোধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী ।
প্রসঙ্গত,চীনের পর ভারত থেকেই সবচেয়ে বেশি পণ্য আমদানি করে বাংলাদেশ । মূলত পেঁয়াজ, আদা, রসুন,ডাল, দুধ ও দুগ্ধজাত খাবার, সূর্যমুখী ও সয়াবিন তেলসহ ভোজ্য-তেল, চিনি, মধু,সফট ড্রিংক, চিপস, বিস্কুট, চকলেট ও ক্যান্ডি জাতীয় খাবার,শুকনো মসলা ও কৃষিজ পণ্য প্রভৃতি সামগ্রী বাংলাদেশে রপ্তানি করে ভারত ।।