এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২৭ ডিসেম্বর : মুম্বাইয়ের ইম্পেরিয়াল টুইন টাওয়ার কমপ্লেক্সে স্টান্টবাজি করতে গিয়ে গ্রেফতার হল দুই রাশিয়ান ইউটিউবার । ধৃতদের নাম ম্যাক্সিম শেরবাকভ(২৫) এবং রোমান প্রোশিন(৩৩) । ধৃতদের বিরুদ্ধে ব্যক্তিগত সম্পত্তিতে অনুপ্রবেশ, নিজেদের জীবনের ঝুঁকি নেওয়া এবং স্টান্ট ভিডিও রেকর্ড করার চেষ্টা প্রভৃতি ধারায় এফআইআর নথিভুক্ত করেছে পুলিশ । বিষয়টি মুম্বাই পুলিশের তরফ থেকে রাশিয়ার কনস্যুলেটকে জানানো হয়েছে ।
মুম্বাইয়ের তারাদেওতে রয়েছে দেশের মধ্যে সবচেয়ে উঁচু ইম্পেরিয়াল টুইন টাওয়ার কমপ্লেক্স । ৬০ তলা আবাসিক টুইন টাওয়ার কমপ্লেক্সটি অতি উচ্চ সম্পদশালী পরিবারগুলির আবাসস্থল । সোমবার সন্ধ্যায় ওই দুই রাশিয়ান ইউটিউবারকে সন্দেহজনক অবস্থায় দেখে ক্যাম্পাসের নিরাপত্তারক্ষীরা তাদের ঘিরে ফেলে এবং তারদেও পুলিশকে ডাকে । পুলিশ জানিয়েছে,আবাসনের কন্ট্রোল রুমের সিসিটিভি পর্যবেক্ষণকারী রক্ষীরা দেখেন যে দুজনেই ভিতরে প্রবেশ করে লিফট দিয়ে ৫৮ তলায় উঠে গেছে । খবর পেয়ে উপরের তলার গার্ড তাদের বাধা দিলে তারা নেমে এসে পঞ্চম তলার পডিয়াম এলাকায় প্রবেশ করে । যখন তারা দেখে পাঁচ-ছয়জন প্রহরীকে তাদের ঘিরে রেখেছে, তখন তারা টাওয়ারের পেছনের পাহাড়ে ঝাঁপিয়ে পড়ে । উল্লেখ্য, টুইন টাওয়ারের পিছনের পাহাড়ি এলাকাটি নির্জন এবং জঙ্গলময় ।
জানা গেছে,দীর্ঘ প্রায় আড়াই ঘন্টা কসরতের পর একজনকে ধরতে সক্ষম হয় পুলিশ । পরে অন্যজন আহত অবস্থায় পালাতে না পেরে আত্মসমর্পণ করে । ধৃতদের আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ । তবে মুম্বাইয়ে স্টান্টবাজি করতে গিয়ে ধরা পড়ার ঘটনা এই প্রথম নয় । ২০২১ সালে বান্দ্রা-ওয়ারলি সি লিঙ্কে স্টান্ট করতে গিয়ে ধরা পড়েছিল দুই রাশিয়ান নাগরিক । তার আগে মুম্বাইয়ের প্রভাদেবী এলাকায় স্টান্ট করতে গিয়ে মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার হয় ছয় বিদেশী যুবক।।