এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২৭ ডিসেম্বর : বাংলাদেশে ফের লাভ জিহাদের ফাঁদে পড়ে মর্মান্তিক পরিনতি হল এক হিন্দু তরুনীর । ঘটনাটি ঘটেছে বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার অন্তর্গত শ্রীনগর থানা এলাকার পশ্চিম হাসাড়া গ্রামে । নিহত তরুনীর নাম লাবণ্য রাজবংশী (২০) । ঘটনার পর মৃতার পরিবার থানায় নির্দিষ্ট অভিযোগ দায়ের করলে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ । এরপর তাঁরা ঢাকার সিজেএম আদালতের দ্বারস্থ হয়েছেন । কিন্তু এখনো অধরা নিহত তরুনীর স্বামী সাজু মিয়া,শ্বশুর চাঁদ মিয়া এবং দেবর রাজু মিয়া ।
জানা গেছে,শ্রীনগর থানা এলাকার পশ্চিম হাসাড়া গ্রামের বাসিন্দা সুনীল রাজবংশী ও জনতাদেবীর মেয়ে লাবণ্য । তাঁদের প্রতিবেশী চাঁদ মিয়া । চাঁদের বড় ছেলে সাজু মিয়ার সঙ্গে লাবণ্যর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল । চলতি বছরের নভেম্বর মাসের ২০ তারিখে তাঁরা বিয়ে করেন । বিয়ের পর লাবণ্যর ধর্ম পরিবর্তন করা হয় । তাঁর নতুন নাম রাখা হয় নুসরাত জাহান । কিন্তু বিয়ের চার দিনের মাথায়(২৪/১১/২০২২) শ্বশুরবাড়িতে নৃসংশভাবে পিটিয়ে খুন করা হয় ওই তরুনীকে ।
জানা গেছে,তরুনীর মৃত্যুর পর শ্রীনগর থানায় সাজু মিয়া,চাঁদ মিয়া এবং রাজু মিয়ার বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা দায়ের করেন নিহত তরুনীর মা জনতা রাজবংশী । কিন্তু অভিযুক্তরা এলাকায় নির্ভয়ে ঘুরে বেড়ালেও পুলিশ হাত গুটিয়ে বসে থাকে বলে অভিযোগ । এরপর গত ৩০ নভেম্বর ঢাকা সিজেএম আদালতের দ্বারস্থ হন জনতাদেবী । আদালতে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে বাংলাদেশের দণ্ডবিধির ১৮৬০ এর অধীনে ৩০২/২৪ ধারায় একটি মামলা রজু করে করেন (মামলা নম্বর – ৬৩৯/২০২২) । তারপরেই এই খুনের কোনো নিষ্পত্তি হয়নি বলে অভিযোগ তুলেছেন নিহত তরুনীর পরিবার । তাঁদের দাবি, অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসিতে ঝোলানো হোক ।।