এইদিন ওয়েবডেস্ক,রেবা(মধ্যপ্রদেশ),২৬ ডিসেম্বর : সম্প্রতি এই তরুনীকে নির্মমভাবে মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল । ভিডিওতে দেখা গেছে মাটিতে শুয়ে আছেন ওই তরুনী । ওই অবস্থায় তাঁকে নির্মমভাবে লাথি মারছে এক যুবক । জানা গেছে,ঘটনাটি মধ্যপ্রদেশের রেবা জেলার মৌগঞ্জ এলাকার । হামলাকারী যুবক ওই তরুনীর প্রেমিক । তরুনী তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল । আর তাতেই ক্ষিপ্ত হয়ে হামলা চালায় ওই যুবক । এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসে রেবা প্রশাসন । রবিবার অভিযুক্ত যুবক পঙ্কজ ত্রিপাঠীর মাটির বাড়িতে বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় । মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের অফিসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে এই তথ্য দিয়ে বলা হয়েছে,’রেবা জেলার মৌগঞ্জ এলাকায় একটি মেয়ের উপর বর্বর আচরণকারী পঙ্কজ ত্রিপাঠীকে গ্রেফতার করে তার বাড়িতে বুলডোজ করা হয়েছে। চালক পঙ্কজের লাইসেন্সও বাতিল করা হয়েছে । মধ্যপ্রদেশের মাটিতে নারীর ওপর অত্যাচারকারী কাউকে রেহাই দেওয়া হবে না ।’
যদিও মুখ্যমন্ত্রীর এই প্রকার সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে সমালোচনা হচ্ছে । চলচ্চিত্র নির্মাতা বিনোদ কাপরি লিখেছেন,’আপনি যদি মুখ্যমন্ত্রী হিসাবে এটি টুইট করেন, তবে মুখ্যমন্ত্রী হিসাবে আপনারও খোলাখুলি বলা উচিত যে এখনই সমস্ত আদালত বন্ধ করে দেওয়া উচিত এবং বিচারকদের অবসর দেওয়া উচিত ।’ বন্দিতা মিশ্র নামে এক ইউজার্স লিখেছেন,’বাড়ি বুলডোজ করা কি ধরনের ন্যায়বিচার ? মুখ্যমন্ত্রীর টুইটার হ্যান্ডেল থেকে এই টুইটটি একটি দায়িত্বজ্ঞানহীন টুইট এবং ন্যায়বিচারকেও সম্মান করে না। এই ন্যায়বিচারে কে খুশি হবে ? এই ধরনের টুইট থেকে আমি অন্যায়ের গন্ধ পাচ্ছি ।’।