দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৫ ডিসেম্বর : রবিবার গুয়াহাটি-কলকাতা স্পেশ্যাল ট্রেনে (০২৫১৮ ডাউন ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । পূর্ব বর্ধমান জেলার কাটোয়া রেলস্টেশনে ঢোকার আগেই ট্রেনের দুটি কামরার মাঝামাঝি অংশে আগুন ধরে যায় । যার জেরে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে । শেষে কাটোয়া স্টেশনে ট্রেনটি ঘণ্টা দেড়েক দাঁড় করিয়ে আগুন নেভানোয় রেলকর্মীরা । ফের দুপুর ১-৩৬ নাগাদ ট্রেনটি কলকাতার চিৎপুরের উদ্দেশে রওনা হয় । কাটোয়া স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার বর্ণালী বিশ্বাস জানিয়েছেন,ট্রেনের দুটি কামরার মধ্যবর্তী জায়গায় যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল । যে কারনে ওই জায়গায় আগুন ধরে গিয়েছিল । স্পঞ্জ,পাউডার দিয়ে আগুন নেভানো হয়েছে । তিনি বলেন, ‘বিপদজ্জনক তেমন নয় । আগুন নেভানোর পর ট্রেনটির ফিটনেস পরীক্ষা করা হয় । কোনো অসুবিধা না থাকায় ট্রেনটি কলকাতার দিকে রওনা করিয়ে দেওয়া হয়েছে ।’
যাত্রীরা জানিয়েছেন,গুয়াহাটি-কলকাতা স্পেশ্যাল ট্রেনটি রবিবার সকাল ৯ টা নাগাদ গুয়াহাটি স্টেশন থেকে ছেড়েছে । ট্রেনটি ১২ টা ১৬ মিনিট নাগাদ কাটোয়া স্টেশনে এসে ঢোকে । কিন্তু কাটোয়া স্টেশনে ঢোকার ঘন্টা খানেক আগে থেকেই ট্রেনের বি ১ ০৭৫১০৫ ও তার পাশের কামরার মাঝামাঝি জায়গায় আগুন ধরে গলগল করে ধোঁয়া বের হতে থাকে । শেষে ১২ টা ১৬ থেকে ১.৩৬ পর্যন্ত ট্রেনটি কাটোয়ায় দাঁড় করিয়ে আগুন নেভানোর কাজ করা হয় । রেলদপ্তর জানিয়েছেন,আগুন লাগার কারন তদন্ত করে দেখা হচ্ছে ।।