এইদিন ওয়েবডেস্ক,জোহানেসবার্গ,২৫ ডিসেম্বর : জোহানেসবার্গের পূর্বে দক্ষিণ আফ্রিকার শহর বক্সবার্গে (Boksburg)একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে জীবন্ত দগ্ধ হয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে । আগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৪০ জন । সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) পরিবহনকারী ট্যাঙ্কারটি শনিবার সকাল প্রায় সাড়ে ৬ টা নাগাদ একটি হাসপাতাল ও একটি বাড়ির কাছাকাছি একটি সেতুর নিচে পড়ে যায় । তারপরেই ট্যাঙ্কারে আগুন ধরে বিকট শব্দে বিস্ফোরণ হয় ।
বক্সবার্গের জরুরি পরিষেবার মুখপাত্র উইলিয়াম নটলাদি(William Ntladi) বলেন,’আমরা ০৭৫০ নম্বরে একটি কল পাই যে একটি গ্যাস ট্যাঙ্কার একটি সেতুর নিচে আটকে আছে। আগুন নেভানোর জন্য দমকল কর্মীদের ডাকা হয়েছিল। দুর্ভাগ্যবশত তার আগেই ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ হয় । আহতদের মধ্যে ট্যাঙ্কারের চালকও রয়েছে । তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । মৃতের সংখ্যা প্রথমে ৯ টি রিপোর্ট করা হয়েছিল । পরে তার থেকে বেড়ে ১০ হয়েছে ।’ আহতদের মধ্যে প্রায় অর্ধেকের অবস্থা গুরুতর । ৬ দমকলকর্মী সহ বাকি আহতদের অবস্থা স্থিতিশীল বলে তিনি জানান ।
জানা গেছে,ওই ট্যাঙ্কারটিতে ৬০,০০০ লিটার এলপিজি বহন করছিল । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গেছে,প্রথমে ওই এলাকায় আগুন জ্বলতে দেখা যায় । তার অল্প কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরণের পাশাপাশি বিরাট বড়ো আগুনের কুন্ডলী উপরের দিকে উঠে যায় । প্রত্যক্ষদর্শী জিন মেরি বুয়েসেন বলেন,’এতটাই জোরে বিস্ফোরণ হয়েছিল যে গোটা এলাকা কেঁপে ওঠে ।’ তিনি বলেন,’পরে জানতে পারি দুটি শিশু এবং আমার পরিচিত ১৬ বছরের একটি মেয়ে ও ২৫ বছর বয়সী এক যুবকও মারা গেছে । আমাদের ছোট্ট শহরতলিতে আজ সত্যিই একটি দুঃখজনক দিন ।’।