এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৩ ফেব্রুয়ারি : রান্নার গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল দুটি পরিবারের তিনটি বাড়ি ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের নয়াটোলা চোচপাড়া গ্রামে । গ্রামবাসীদের অভিযোগ, তুলসীহাটা দমকল অফিসে বারবার ফোন করা হলেও কেউ ফোন রিসিভ করেনি । শেষে টিউবওয়েল থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা । কিন্তু তা আগুন নেভানোর পক্ষে যথেষ্ট ছিল না । ফলে সকলের চোখের সামনে তিনটি বাড়ির যাবতীয় সামগ্রী একে একে গ্রাস করে আগুনের লেলিহান শিখা । দুই পরিবারের সদস্যদের ভোটার,আধার ও রেশন কার্ডসহ যাবতীয় কাগজপত্র, কাপড়-চোপড়, আসবাবপত্র ও পনেরো কুইন্টাল ধান ও এবং নগদ কুড়ি হাজার টাকা ভস্মীভূত হয়ে যায় । সব মিলিয়ে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দুই পরিবারের । সর্বস্ব খুইয়ে প্রতিবেশীর বাড়ির উঠানে পলিথিন টাঙিয়ে আশ্রয় নিয়েছে দুই পরিবারের লোকজন ।
জানা গেছে, অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে চোচপাড়া গ্রামের বাসিন্দা মহম্মদ নিজামুদ্দিন ও তার ভাইপো মহম্মদ তাসির এর বাড়িতে । এদিন দুপুরে নিজামুদ্দিন নিজেই গ্যাস সিলিন্ডারে রান্না করছিলেন । হঠাৎ সিলিন্ডারের পাইপ লিক করে রান্না ঘরে আগুন লেগে যায় । দ্রুত তা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে । পাশেই রয়েছে নিজামুদ্দিনের ভাইপো মহম্মদ তাসিরের বাড়ি । তাসির ও অন্য আরও একটি বাড়িতে ছড়িয়ে পড়ে আগুন । স্থানীয় বাসিন্দারা টিউবওয়েল থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করে৷। কিন্তু তাঁদের সেই প্রচেষ্ঠা ব্যার্থ হয় । ফলে তিনটি বাড়িতে থাকা যাবতীয় সামগ্রী নিমেষের মধ্যে ভস্মীভূত হয়ে যায় ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃদ্ধ নিজামুদ্দিনের স্ত্রী অনেক দিন আগে মারা গেছেন। তিনি বাড়িতে একাই থাকেন । বয়সের ভারে তিনি কাজকর্ম করতে পারেন না । ফলে অতিকষ্টে তাঁর দু’বেলার অন্ন সংস্থান হয় । এদিকে আগুনে সর্বস্ব খুইয়ে কার্যত পথে বসেছেন ওই বৃদ্ধ । স্থানীয়দের দাবি ওই বৃদ্ধ ও তাঁর ভাইপোকে সরকারিভাবে সাহায্য করা হোক ।।