এইদিন ওয়েবডেস্ক,মথুরা(উত্তরপ্রদেশ),২৪ ডিসেম্বর : শ্রীকৃষ্ণ জন্মস্থান কমপ্লেক্স থেকে শাহী মসজিদ ইদগাহ সরানোর মামলায় আমিন জরিপের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মথুরার সিভিল জজ সিনিয়র ডিভিশন(তৃতীয়) আদালত । এযাবৎ এই বিষয়ে ১৩টি মামলা দায়ের করা হয়েছে । ইতিমধ্যে দুটি মামলা খারিজ হয়ে গেছে । গত ৮ ডিসেম্বর দিল্লির হিন্দু সেনার জাতীয় সভাপতি বিষ্ণু গুপ্ত এবং সহ-সভাপতি সুরজিৎ সিং শ্রী কৃষ্ণ জন্মস্থান কমপ্লেক্স থেকে শাহী মসজিদ ইদগাহ সরানোর দাবিতে সিভিল জজ সিনিয়র ডিভিশন (তৃতীয়) সোনিকা ভার্মার আদালতে একটি মামলা দায়ের করেন । শনিবার ওই মামলার শুনানি হয় ।
শেষ পর্যন্ত হিন্দু পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সিভিল জজ সিনিয়র ডিভিশন বিতর্কিত স্থান সরকারিভাবে জরিপের আদেশ জারি করেন । আগামী ২০ জানুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে। মামলায় সব পক্ষকে নোটিশ জারি করেছে আদালত ।
হিন্দুপক্ষের দাবি,মোগল সম্রাট আওরঙ্গজেব ১৬৬৯-৭০ সালে ভগবান কৃষ্ণের জন্মস্থানের ১৩.৩৭ একর জমিতে একটি মন্দির ভেঙে ইদগাহ মসজিদ তৈরি করেছিলেন । সম্প্রতি, অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকী উপলক্ষে শাহী ইদগাহের ভিতরে হনুমান চালিসা পাঠ করার আহ্বান জানানো হয়েছিল । এতে দলের একজন নেতাকে গ্রেফতার করা হয় এবং অন্তত সাতজনকে আটক করা হয় । শাহী মসজিদ ইদগাহ মসজিদ জরিপের জন্য এদিন আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছে বিশ্বহিন্দু পরিষদ ।।