দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৩ ডিসেম্বর : ক্রমবর্ধমান বেকারত্বের কারনে ছোট খাটো কাজের আশায় মুখিয়ে থাকেন বেকার যুবক যুবতীরা । আর তাঁদের এই অসহয়তার সূযোগে ফাঁদ পেতে বসেছে প্রতারক চক্র । এমনই এক চক্রের প্রতারণার শিকার হলেন পূর্ব বর্ধমান জেলার ভাতারের দ্বাদশ শ্রেণীর পড়ুয়া জ্যোতির্ময় ঘোষ । অনলাইনে ব্যবসার নামে ফাঁদে ফেলে জ্যোতির্ময়ের বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১১৫০০ টাকা হাপিশ করে দিল একটি প্রতারক চক্র । বাবা বিকাশচন্দ্র ঘোষের সাথে শুক্রবার ভাতার থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই পড়ুয়া । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
ভাতার থানার কুড়ুম্বা গ্রামের বাসিন্দা জ্যোতির্ময় ঘোষ বনপাশ শিক্ষানিকেতনের দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করেন । তাঁর বাবা বিকাশচন্দ্র ঘোষ প্রান্তিক কৃষক । জ্যোতির্ময় জানিয়েছেন,একটি অজানা নম্বর থেকে তাঁর মোবাইলে ফোন আসে । ফোনের অন্যপ্রান্তের ব্যক্তি তাঁকে বলে অনলাইনে ব্যবসায় প্রচুর রোজগার । আর এই ব্যবসা করার জন্য তাঁকে প্রথমে কোম্পানীর এজেন্সি নিতে হবে । কিছু দিন এজেন্ট হিসাবে কাজ করার পর ওই সংস্থাতেই মোটা টাকার বেতনের চাকরির সুযোগ আছে বলে জানায় প্রতারক । তিনি বলেন,’আমার বাবা খুব কষ্ট করে সংসার চালন । তাই ভেবেছিলাম ওই কাজ করে যদিও সংসারের কিছুটা সাশ্রয় হয় । তাই আমি বিশ্বাস করে বাবার ডেবিট কার্ডের ওটিপি নম্বর তাকে বলে দিয়েছিলাম । আর তারপরেই বাবার অ্যাকাউন্ট থেকে পাঁচ ধাপে মোট ১১৫০০ টাকা তুলে নেওয়া হয় ।’
জানা গেছে,শুধু তাইই নয়,অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার পর ওই প্রতারক এজেন্সি পাইয়ে দেওয়ার নাম করে ফের দেড় হাজার টাকা দাবি করে পড়ুয়ার কাছে । যদিও তিনি বিশ্বাস করে সেই টাকা দেননি । পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে প্রতারককে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে ।।