এইদিন ওয়েবডেস্ক,পাটনা(বিহার),২৩ ডিসেম্বর : বিহারে লালু প্রসাদ যাদবের পার্টি রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) বর্ষীয়ান নেতা আব্দুল বারি সিদ্দিকির(j Abdul Bari Siddiqui) একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । ভিডিওতে সিদ্দিকিকে বলতে শোনা গেছে,’দেশের পরিবেশ তুলে ধরার জন্য আমি একটি ব্যক্তিগত উদাহরণ দিতে চাই । আমার একট ছেলে হার্ভার্ডে পড়াশোনা করছে, আমার এক মেয়ে লন্ডন স্কুল অফ ইকোনামি থেকে ডিগ্রি অর্জন করেছে । আমি তাদের বলেছি, সেখানেই চাকরির খোঁজ করতে । আর যদিও তারা নাগরিকত্ব পায় তাহলে তাদের সেখানেই বসবাস করার পরামর্শ দিয়েছি ।’ কারণ হিসাবে তিনি বলেন,’তারা এদেশে ফিরে এসে কখনই মানিয়ে নিতে পারবে না ।’
এদিকে সিদ্দিকির এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি । বিহারের বিজেপি মুখপাত্র নিখিল আনন্দ বলেন,’আরজেডি নেতা সিদ্দিকীর বক্তব্য নিন্দনীয়। এই মানুষগুলো এখনো মাদ্রাসা সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারেনি। সেক্যুলারিজম ও লিবারেলিজমের আড়ালে এ ধরনের লোকেরা দেশ ও হিন্দুবিরোধী এজেন্ডা চালায়। সিদ্দিকীর বক্তব্য আরজেডির আদর্শকে প্রতিফলিত করে।’
তিনি আরও বলেছেন,’যদি তাঁর একান্তই এদেশে অসুবিধা হয়ে থাকে তাহলে তিনি একজন রাজনৈতিক নেতা হিসাবে দেশ থেকে যে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন তা ছেড়ে দিয়ে সপরিবারে পাকিস্থানে চলে যান । কেউ আটকাবে না ।’।