এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২০ ডিসেম্বর : যাকাত তহবিল থেকে সহায়তার নামে ধর্মান্তরিতকরণে প্রলুব্ধ করছে বাংলাদেশ সরকার । দেশ থেকে হিন্দুদের নিশ্চিহ্ন করতে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের দ্বারা এই পরিকল্পিত ষড়যন্ত্র চালানো হচ্ছে । বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহম্মদ ফরিদুল হক খান ওই সংগঠনের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন । আর সংগঠনের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহম্মদ মুনিম হাসান ।
বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের একটি লিফলেট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । ওই লিফলেট অনুযায়ী,বাংলাদেশ সরকারের নির্দেশে ১৯৮২ সালের ৫ জুন যাকাত ফান্ডের গঠন হয় । গঠন করা হয় ১৩ সদস্য বিশিষ্ট বোর্ড । বলা হয়েছে, দেশের বিত্তবানদের কাছ থেকে যাকাত বাবদ সংগৃহীত অর্থের ৫০ শতাংশ গরীব ও অসহায়দের মধ্যে বিতরণ করা হবে ।
যাকাত ফান্ডের দ্বারা পরিচালিত কার্যক্রমের একটি তালিকাও তুলে ধরা হয়েছে ওই লিফলেটে । তাতে যাকাত বোর্ড শিশু হাসপাতাল গঠন,দুঃস্থ মহিলাদের স্বনির্ভর করে তুলতে সেলাইয়ের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণের কথা বলা হয়েছে । কিন্তু কর্মকাণ্ডের তালিকায় ৯ নম্বরে “নও মুসলিম স্বাবলম্বী কার্যক্রম” এবং ১১ নম্বরে “তিনটি পার্বত্য জেলায় নও মুসলিম আর্থিক সাহায্য” দেওয়ার কথা বলা হয়েছে । বাংলাদেশী হিন্দুদের অভিযোগ,হিন্দু নিশ্চিহ্ন করতে যাকাত তহবিল থেকে সহায়তার নামে ধর্মান্তরিতকরণে প্রলুব্ধ করছে বাংলাদেশ সরকার ।
প্রসঙ্গত,বাংলাদেশে জোর করে বা লাভ জিহাদের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করার ঘটনা ঘটলেও রাষ্ট্রযন্ত্র দ্বারা পরিচালিত সংস্থার মাধ্যমে ধর্মান্তরিত হতে উৎসাহিত করার ঘটনা এই প্রথম । সেই কারনে সেকুলারিজমের বুলি আওড়ানো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানসিকতা নিয়ে প্রশ্ন উঠছে বিশ্বজুড়ে । হিন্দু সম্প্রদায়ের লোকজনের দাবি অবিলম্বে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের দ্বারা পরিচালিত এই অসাধু কার্যক্রম অবিলম্বে বন্ধ করা হোক ।।