এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,২০ ডিসেম্বর : হালাল মাংস নিষিদ্ধ করতে বিধানসভায় বিল আনাতে চলেছে কর্ণাটকের বিজেপি সরকার । বিলটি আইনে পরিণত হলে হালাল মাংসের উপর নিষেধাজ্ঞা কার্যকর করা প্রথম রাজ্য হবে কর্ণাটক । তবে বিজেপি সরকারকে কংগ্রেস এর বিরোধিতার মুখে পড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে ।
প্রসঙ্গত,হালাল একটি আরবি শব্দ । হালাল প্রক্রিয়ায় পশুর শ্বাসনালী কেটে খোলা জায়গায় রেখে দেওয়া হয়। এই কারণে মৃত্যু পর্যন্ত দীর্ঘক্ষণ তীব্র যন্ত্রাণায় কষ্ট পায় পশুটি । ইসলামে পশুকে হালাল করে খাওয়ার কথা বলা হয়েছে। যদিও নেদারল্যান্ডস, জার্মানি, স্পেন, সাইপ্রাস, অস্ট্রিয়া, গ্রিস এবং বেলজিয়ামে হালাল প্রথা নিষিদ্ধ ঘোষণা করেছে । ভারতেও হালাল মাংস নিয়ে দেশজুড়ে বিতর্ক হয়েছে । হালাল প্রথাকে পশুর প্রতি নিষ্ঠুরতা বলা হচ্ছে । চলতি বছরের এপ্রিলেও কর্ণাটকে হালাল মাংস নিয়ে তোলপাড় হয়েছিল। উগাদি উৎসবে হালাল মাংস বয়কট করার আহ্বান জানিয়েছিল হিন্দু সংগঠনগুলো ।
জানা গেছে,কর্ণাটকের বিজেপির এমএলসি এন রবিকুমার হালাল নিষিদ্ধ বিল বিধানসভায় আনার উদ্যোগ নিয়েছেন । এতে ফুড সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এফএসএসএআই) ছাড়া অন্য কোনও সংস্থার দ্বারা খাদ্য শংসাপত্র নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। এই বিষয়ে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলটকে চিঠি লিখেছিলেন রবিকুমার। রবিকুমার বলেন, বেআইনিভাবে বাজার নিয়ন্ত্রণ করতে কিছু অননুমোদিত সংস্থা ফুড সার্টিফিকেশনে নিয়োজিত রয়েছে। এটি দূর করার প্রচেষ্টার অংশ হিসাবে এই বিলটি সংসদে পেশ করা হবে।’ অন্যদিকে এই বিলের বিরোধিতা করে কংগ্রেসের বিরোধীদল নেতা বি কে হরিপ্রসাদ জানিয়েছেন,তাঁদের পার্টি স্পিকারের কাছে বিলটি অনুমোদন না করার জন্য অনুরোধ করেছে। তাঁর অভিযোগ,’এটা বিজেপির কৌশল । এর ভিত্তিতে ভোটারদের মেরুকরণের চেষ্টা করছে বিজেপি ।’।
তথ্যসূত্র : ওপি ইন্ডিয়া ।