এইদিন ওয়েবডেস্ক,হিমাচল প্রদেশ,২০ ডিসেম্বর : তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামা চীনে ফিরে যাওয়ার বিষয়ে মন্তব্য করেছেন । এবিষয়ে সোমবার সাংবাদিকদের উত্তরে তিনি বলেছেন,’চীনে ফিরে যাওয়ার কোনো মানেই হয় না । আমি ভারতকে পছন্দ করি । পন্ডিত নেহরু হিমাচল প্রদেশের কাংড়া পছন্দ করতেন । এই জায়গাটি এখন আমার স্থায়ী বাসস্থান ।’ তাওয়াং মুখোমুখি সংঘর্ষের পরিপ্রেক্ষিতে চীনের উদ্দেশ্যে তাঁর বার্তা চাওয়া হলে দালাই লামা বলেন,’পরিস্থিতির উন্নতি হচ্ছে। ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ায় – চীন আরও নমনীয় ।’
দালাই লামার আসল নাম তেনজিন গ্যাতসো । তিনি ১৯৫৯ সাল থেকে ভারতে বসবাস করছেন । ১৯৬০ সালে তিনি তাঁর সরকার প্রতিষ্ঠা করেন। হিমাচল প্রদেশের কাংড়ার একটি ধর্মশালায় তিনি নির্বাসিত জীবনযাপন করছেন । তিব্বতের স্বাধীনতার পক্ষে ও অন্যান্য কারণের জন্য বিশ্বব্যাপী সমাদৃত হয়েছেন এই তিব্বতি ধর্মগুরু । ১৯৮৯ সালে তাঁকে নোবেল শান্তি পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছিল ।
চলতি বছরের জুলাই মাসে দালাই লামার ৮৭ তম জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেছিল বেইজিং । চীন দাবি করে তাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে ভারত । উত্তরে নয়াদিল্লি জানিয়েছিল দালাই লামাকে দেশের সম্মানিত অতিথি হিসাবে বিবেচনা করা হয় ।।