এইদিন ওয়েবডেস্ক,দোহা(কাতার),১৯ ডিসেম্বর : রবিবার রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে ৩(৪)-৩(২) ব্যবধানে হারিয়ে আর্জেন্টিনা জিতে নেয় তাদের তৃতীয় শিরোপা । কিন্তু কোয়ার্টার ফাইনালের লড়াইয়েই বিশ্বকাপ জয়ের স্বপ্ন হয়তো অধরাই থেকে যেত লিওনেল মেসিদের । নেদারল্যান্ডসের বিপক্ষে খেলায় টাইব্রেকারে দলের স্বপ্ন বাঁচিয়ে রাখেন মার্টিনেজ। তার গোলকিপিং নৈপুণ্যে সে ম্যাচে ২(৪)-২(৩) ব্যবধানে জিতে নেয় আর্জেন্টিনা । সেই মার্টিনেজর নৈপুণ্যেই ৩৬ বছর পর নতুন ইতিহাস লিখেছেন মেসিরা ।
ফরাসিদের হয়ে পেনাল্টি শুট নিতে আসা কিংসলে কোম্যানের শট ফিরিয়ে দিয়ে দলকে জেতান বিশ্বকাপ ট্রফি। অবশ্য ভাগ্য পরীক্ষায় তাকে সহায়তা করেন অরলিঁয়ে চুয়ামেনিও। ফরাসিদের হয়ে পেনাল্টি শুটে অংশ নেয় এ মিডফিল্ডারের শট থাকেনি লক্ষ্যে। তাতে এগিয়ে থেকে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা ।
প্রথমার্ধে দুই গোলের লিড আর্জেন্টিনা খুইয়ে বসেছিল ৯৭ সেকেন্ডের ব্যবধানে, যার ফলে খেলা গড়ায় যোগ করা অতিরিক্ত সময়ে। সেখানেও প্রথমার্ধটা গেল গোলশূন্য, ম্যাচটা হাঁটছিল পেনাল্টি শ্যুট আউটের দিকে। সেই মুহূর্তে আর্জেন্টিনাকে এগিয়ে দিলেন লিওনেল মেসি।
দুরন্ত আক্রমণে মেসি পেয়ে যান গোল। লাউতারো মার্তিনেসের শট ফিরিয়ে দিলেও শেষ রক্ষা হয়নি। ফিরতি বল মেসির হাঁটুতে লেগে গোলের সীমানায় ঢুকে যায়। বিশ্বকাপের ফাইনালে জোড়া গোল মেসির। যদিও ফ্রান্স অফসাইডের আবেদন করেছিল। কিন্তু ভার-এ দেখা গেল, ফ্রান্সের ডিফেন্ডার কিছুটা ভেতরে ঢুকে ছিলেন। আর আরেক ফুটবলার গোলপোস্টের ভেতর থেকে বল ফিরিয়ে দেন।এর আগে দুই গোলে এগিয়ে গিয়ে আর্জেন্টিনা তখন জয়ের প্রহর গুণছিল। ঠিক তখনই কিলিয়ান এমবাপে এলেন আকাশি-সাদাদের পথে কাটা হয়ে। ৯৭ সেকেন্ডের এদিক ওদিকে করে বসলেন জোড়া গোল। তাতেই আর্জেন্টিনা-ফ্রান্সের বিশ্বকাপ ফাইনালটা চলে গেল যোগ করা অতিরিক্ত সময়ে।
এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের ফুটবল ফেডারেশনের জন্য পুরস্কারের অর্থ বাবদ ৪ কোটি ২০ লক্ষ ডলার পাবে। বিজিত দল হিসেবে ফ্রান্স পাবে ৩ কোটি ডলার। এই বিশ্বকাপের জন্য ফিফা’র মোট অর্থ পুরস্কারের তহবিলটির আকার ৪৪ কোটি ডলার।।