এইদিন ওয়েবডেস্ক,বালাঘাট,১৮ ডিসেম্বর : মাওবাদী নেতাকে এনকাউন্টারে মারলো মধ্যপ্রদেশ পুলিশ । নিহত মাওবাদী হলেন ভোরামদেব দলম-এর সদস্য রূপেশ ওরফে হুঙ্গা। তিন রাজ্যে মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন ওই মাওবাদী নেতা । তাঁর উপর ১২ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা করা হয়েছিল । মধ্যপ্রদেশের বালাঘাট জেলার একটি জঙ্গলে এই এনকাউন্টারটি হয় বলে জানা গেছে । জানা গেছে,পুলিশ রবিবার সকালে গোপন সূত্র থেকে জানতে পারে বালাঘাট জেলার রূপজার থানার অন্তর্গত হারাটোলা এলাকার একটি জঙ্গলে লুকিয়ে রয়েছেন ওই মাওবাদী । খবর পেতেই সেখানে অভিযান চালায় পুলিশবাহিনী ।
পুলিশের মহাপরিচালক সঞ্জয় সিং বলেছেন যে মাওবাদীদের আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। কিন্তু তাতে রাজি না হওয়া মাওবাদীরা নিরাপত্তাকর্মীদের ওপর গুলি চালায় । তখন এনকাউন্টারে ওই মাওবাদী নেতাকে নিষ্ক্রীয় করা হয় ।’ তিনি জানান,ওই মাওবাদী নেতাকে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের পুলিশ খুঁজছিল ।।