দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৮ ডিসেম্বর : জায়গা নিয়ে বিবাদের জেরে পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক বৃদ্ধকে বেদম মারধরের অভিযোগ উঠল । ভাতার থানার কালুত্তক গ্রামের বাসিন্দা আনোয়ার আলি মল্লিক( ৬০) নামে ওই বৃদ্ধ রবিবার এনিয়ে ভাতার থানায় এক মহিলা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন । অভিযুক্তদের মধ্যে রয়েছে প্রহৃত বৃদ্ধের দাদা আবসার আলি মল্লিক,বৌদি সালেমা খাতুন(বিবি) ও জাফর আলি মল্লিক নামে বৃদ্ধের দাদার এক পালিত পুত্র । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
জানা গেছে, কালুত্তক গ্রামের বাসিন্দা আনোয়ার আলি মল্লিক ও তাঁর দাদা আবসার আলি মল্লিকের মধ্যে খামারবাড়ির জায়গা নিয়ে বেশ কিছুদিন ধরে বিবাদ চলছিল । স্থানীয় নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এনিয়ে মিমাংসাও করে দেওয়া হয়েছিল । মাপজোখ করে স্কেচ ম্যাপ তৈরি করে দু’ভাইকে দেওয়া হয়েছিল তখন । আনোয়ার আলি মল্লিকের অভিযোগ তাঁর অংশের কিছুটা জায়গা দখল করে খড়ের পালুই বাঁধছিল তাঁর দাদা । প্রতিবাদ করলে দাদা,বউদি ও তাদের পালিত ছেলে মিলে শাবল,লাঠি নিয়ে তাঁর উপর হামলা চালায় । তাঁর এক ছেলে বাঁচাতে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ প্রহৃত বৃদ্ধের । জানা গেছে,রবিবার সকালের এই ঘটনার পর আনোয়ার আলি মল্লিককে ভাতার গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয় । পরে তিনজনের বিরুদ্ধে এনিয়ে তিনি ভাতার থানায় একটি অভিযোগ দায়ের করেন ।।