এইদিন ওয়েবডেস্ক,বাগপথ,১৮ ডিসেম্বর : পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির শিরশ্ছেদকারীদের ২ কোটি টাকা পুরষ্কার ঘোষণা করা হয়েছে । আর এই পুরষ্কার ঘোষণা করেছেন উত্তর প্রদেশের একজন বিজেপি নেতা । প্রসঙ্গত,নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সন্ত্রাসবাদে মদদ দেওয়ার জন্য পাকিস্তানের নিন্দা করেন । তাতেই গোঁসা হয় পাকিস্তানের বিদেশমন্ত্রীর । শেষে তার কোনো জবাব খুঁজে না পেয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন । পাকিস্তানের বিদেশমন্ত্রী বলেন,’ওসামা বিন লাদেন মারা গেছেন। কিন্তু গুজরাটের কসাই এখনও জীবিত । আর তিনি ভারতের প্রধানমন্ত্রী।’
পাকিস্তানের বিদেশমন্ত্রীর এই বক্তব্যের পর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা দেশ । শনিবার উত্তরপ্রদেশের বাগপত জেলা পঞ্চায়েতের বিজেপি সদস্য মনুপাল বানসাল জেলা কালেক্টরের অফিসের সামনে এর প্রতিবাদে বক্তৃতা রাখেন । সেখানেই তিনি বিলাওয়াল ভুট্টো জারদারির মাথায় দান ঘোষণা করেন । বানসাল বলেছেন, পাকিস্তানের মন্ত্রীর যে শিরশ্ছেদ করবে, আমি তাকে ২ কোটি টাকা পুরস্কার দেব । তাঁর এই ঘোষণার পর ‘মনুপাল বনসাল জিন্দাবাদ’ বলে শ্লোগান দেয় জনতা ।।