প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৭ ডিসেম্বর : প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাবার যোগ্য নয় এমন ব্যক্তিদের নাম বাদ দিয়ে দিয়েছেন আশা কর্মী।তার জন্য ওই আশা কর্মীর বাড়িতে চড়াও হয়ে হুমকি দেওয়া ও বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠলো ৪০-৫০ জন ব্যাক্তির বিরুদ্ধে । তা দেখে ভয়ে আশা কর্মী আনসুরা বিবির মেয়ে শামিনুর খাতুন জ্ঞান হারিয়ে ফেললে তাকে হাসপাতালে ভর্তি করাহয়। শনিবার বেলায় এমনই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের কালনা মহকুমার কালনা পঞ্চায়েতের অন্তর্গত রুস্তমপুর এলাকায়।গোটা ঘটনা সবিস্তার ব্লকের বিডিওকে জানিয়েছেন বলে ওই আাশা কর্মী দাবি করছেন।
সরকারী আবাস যোজনার বাড়ি পাবার যোগ্য কারা,তার সার্ভে নবান্নের নির্দেশে করছেন রাজ্যের আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা। কালনার রুস্তমপুর নিবাসী আশা কর্মী আনসুরা বিবিও সেই কাজে অংশ নেন।এদিন আনসুরা বিবি সংবাদ মাধ্যমকে৷ জানিয়েছেন,৪২ জনের নাম থাকা একটি তালিকা ব্লক প্রশাসন তাঁকে দেয় ।ওইসব ব্যক্তিদের ঘর বাড়ির বর্তমান অবস্থা কি তার সার্ভে করে রিপোর্ট জমা দেবার জন্য তাঁকে বলা হয়েছিল। আনসুরা বিবি জানান ,সরকারের নির্ধারন করে দেওয়া নির্ণায়ক (Criteria)পত্র হাতে নিয়ে তিনি এলাকায় ঘুরে ঘুরে সার্ভে করেন। তাতে ৪২ জনের মধ্যে ১৮ জন সরকারী আবাস যোজনার ঘর পাবার যোগ্যতার মাপকাঠিতে না থাকায় তাদের নাম তিনি বাদ দিয়ে দেন ।
আশা কর্মী আনসুরা বিবিও বলেন,কেন তিনি নাম বাদ দিয়েছেন এই প্রশ্ন তুলে এদিন বেলায় ৪০-৫০ জন আমার বাড়িতে চড়াও হয়ে হুমকি শাাসানি দেওয়া শুরু করে।বাড়ির উনুন থেকে ভাতের হাড়িও নামিয়ে দেয় ওই ব্যক্তিরা।এমনকি আমাদে জমির ফসল নষ্ট করে দেওয়ারও হুমকি ওই ব্যক্তিরা আমাকে দিতে থাকে।এইসব দেখে বাড়িতে থাকা আমার মেয়ে শামিনুর খাতুন ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে।তাকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করতে হয়। আনসুরা বিবি আরো বলেন, প্রশাসনের নির্দেশ মেনে সার্ভে করতে গিয়ে এখন আমাকেই হুমকি হজম করতে হচ্ছে। আমার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে । আনসুরা বিবি বলেন,ব্লকের বিডিওকে এদিনের ঘটনা সবিস্তার অভিযোগ আকারে জানিয়েছেন । আশা কর্মীর মেয়ে শামিনুর খাতুন বলেন,“আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। আমাদের নিরাপত্তা দেওয়া হোক ।’
এই বিষয়ে কালনা ১ ব্লকের বিডিও সেবন্তী বিশ্বাস বলেন,’ওই আশাকর্মীর কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি।ওনার সঙ্গে ঘটনাটি নিয়ে আলোচনা হয়েছে।আশ্বস্ত করা হয়েছে ওই আশা কর্মীকে।উপযুক্ত ব্যাবস্থা নেওয়ার জন্য অভিযোগটি থানায় পাঠানো হয়েছে ।’।