এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৭ ডিসেম্বর : ২০০২ সালে গুজরাটের দাঙ্গার সময় গনধর্ষণের শিকার বিলকিস বানোর দায়ের করা রিভিউ পিটিশন শনিবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট । আবেদনকারিনী ১১ অভিযুক্তের মুক্তির আদেশের পুনর্বিবেচনা করার আবেদন জানিয়েছিলেন । কিন্তু সেই আবেদন এদিন খারিজ করে দেয় বিচারপতি অজয় রাস্তোগি এবং বিক্রম নাথের নেতৃত্বে সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ ।
২০০২ সালের দাঙ্গার সময় গুজরাটের দাহোদ জেলার লিমখেদা তালুকে উন্মত্ত জনতার হাতে নিহত ১২ জনের মধ্যে বিলকিস বানোর তিন বছরের মেয়েও ছিল । সেই সময় গনধর্ষিতা হন বিলকিস বানো । খুন ও ধর্ষণের মামলায় ১১ অভিযুক্ত এযাবৎ জেলেই ছিলেন । কিন্তু চলতি বছরের ১৩ মে অভিযুক্তদের মুক্তির নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত । সেই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি আপিল করেন বিলকিস বানো । তিনি দাবি করেছিল যে যেহেতু মামলার বিচার মহারাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল, গুজরাটের ১৯৯২ সালের সাধারণ ক্ষমা নীতির পরিবর্তে, মহারাষ্ট্রের সাধারণ ক্ষমা নীতি বর্তমান সময়ে প্রয়োগ করা উচিত ।
প্রসঙ্গত,গুজরাট সরকার দাঙ্গার সময় বানোর পরিবারের সদস্যদের গণধর্ষণ ও হত্যায় অভিযুক্ত ১১ জন দোষীকে ক্ষমা করে দেয় । রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত যশোবন্ত নাই, গোবিন্দ নাই, শৈলেশ ভট্ট, রাধেশ্যাম শাহ, বিপিন চন্দ্র জোশী, কেসারভাই ভোহানিয়া, প্রদীপ মোর্দিয়া, বাকাভাই ভোহানিয়া, রাজুভাই সোনি, মিতেশ ভাট এবং রমেশ চন্দনাকে
মুক্ত করে দেয় আদালত । এরপর চলতি বছরের ১৩ মে সেই রায়কে চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দাখিল করেন বানো। দোষীদের মুক্তি দেওয়ায় গুজরাট সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তিনি পৃথকভাবে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন । যদিও এদিন তাঁর রিভিউ পিটিশন খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত ।।