আমিরুল ইসলাম,মঙ্গলকোট,২১ ফেব্রুয়ারী : রাতে বিয়ের অনুষ্ঠান । বাড়ি ভর্তি আত্মীয়স্বজন । চলছে প্রীতিভোজের আয়োজন । সেই সময় হাজির পুলিশ,ব্লক প্রশাসন ও চাইল্ড লাইনের প্রতিনিধিরা । শেষ পর্যন্ত প্রশাসন ও চাইল্ড লাইনের হস্তক্ষেপ আটকে গেল মঙ্গলকোট গ্রামের এক একাদশ শ্রেণির ছাত্রী বিয়ে । ছাত্রীটির বাবা মুচলেকা দিয়ে জানিয়েছেন তাঁর মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না ।
মঙ্গলকোট গ্রামের দত্তপাড়ায় বাড়ি ওই নাবালিক । স্থানীয় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সে একাদশ শ্রেণীতে পড়াশোনা করে । সম্প্রতি দেখাশোনা করে ভাতাড়ের এক যুবকের সঙ্গে মেয়েটির বিয়ে ঠিক করে তার পরিবারের লোকজন । এদিন রবিবার ছিল বিয়ের দিন । রাতে প্রীতিভোজের অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল বাড়িতে । এই অবস্থায় দুপুর নাগাদ মেয়েটির বাড়িতে পৌঁছে যায় চাইল্ড লাইন,পুলিশ ও ব্লক প্রশাসনের প্রতিনিধিরা ।
চাইল্ড লাইনের আধিকারিক অরূপ সাহা বলেন, ‘গোপন সূত্র থেকে আমরা খবর পাই মঙ্গলকোটের ওই নাবালিকার বিয়ে দেওয়া হচ্ছে । খবর পাওয়ার পরেই মঙ্গলকোট ব্লক প্রশাসন ও মঙ্গলকোট থানার সঙ্গে যোগাযোগ করা হয় । তারপর আমরা গিয়ে ওই ছাত্রীর বিয়ে রুখে দিই ।’ পাশাপাশি তিনি জানিয়েছেন,মেয়েটিকে উদ্ধার করে বর্তমানে হোমে পাঠানো হয়েছে ।
এদিকে ওই নাবালিকা জানিয়েছে, তার অমতেই বিয়ে ঠিক করা হয়েছিল । আরো পড়াশোনা করে নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে চায় বলে জানিয়েছে ওই নাবালিকা ।।